করোনা সঙ্কটের মাঝেও লাগাতার লক্ষ্মীলাভ অব্যাহত রয়েছে রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির। তার জেরে ফোর্বস ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত বিশ্বের ধনীদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার অর্থাৎ ৫.৬১ লক্ষ কোটি টাকা। মুকেশ আম্বানির ঠিক আগেই রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, তাঁর সম্পত্তির পরিমাণ ৮৯ বিলিয়ন ডলার।
বুধবারই রিলায়েন্স ইন্ড্রাস্ট্রির প্রতিটি শেয়ারের দাম বেড়ে ২০১০ হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বাধিক। এই কারণে রিলায়েন্স গ্রুপের বাজার মূলধন বেড়েছে ১২.৭০ লক্ষ কোটি। ফোর্বসের মতে, বুধবারই মুকেশ আম্বানির মূল সম্পত্তি বেড়েছে ৪.৪৯ শতাংশ অর্থাৎ প্রায় ৩.২ বিলিয়ন ডলার।
ফোর্বস ম্যাগাজিনের পক্ষ থেকে প্রকাশিত বিশ্বের সর্বাধিক ধনীদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বোসেফ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮৫.৮ বিলিয়ন। ১১৩.১ বিলিয়ন সম্পত্তি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তৃতীয় স্থানে রয়েছে বিখ্যাত গ্রুপ এলভিএমএইচ মোয়েট হেনেসি লুই ভুইটনের প্রধান বার্নার্ড আর্নাউল্ট ও তাঁর পরিবার, এঁদের সম্পত্তির পরিমাণ ১১২ বিলিয়ন। এই তালিকায় প্রথম দেশের মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন ৬৩ বছর বয়সী মুকেশ আম্বানি। তাঁর পরেই রয়েছেন ধনকুবের ওয়ারেন বাফেট, যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭২.৭ বিলিয়ন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন