উমর খালিদের মুক্তির দাবিতে সই সংগ্রহ মীরা নায়ার, চমস্কি-সহ ২০০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের

ফাইল ছবি
ফাইল ছবি
Published on

দেশদ্রোহিতা আইনের আওতায় জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পদক্ষেপের বিরোধিতা করে তাঁর মুক্তির দাবি তুলে সই সংগ্রহ করেছেন মীরা নায়ার, নোয়াম চমস্কি-সহ ২০০ জনের বেশি সাহিত্যিক, পরিচালক, শিক্ষাবিদ ও সমাজের অন্যান্য বিশিষ্টজনেরা। এই সংক্রান্ত একটি বিবৃতিও জারি করেছেন তাঁরা।

এই দাবিপত্রে যাঁরা সই করেছেন তাঁদের মধ্যে রয়েছেন সাহিত্যিক অমিতাভ ঘোষ, সলমন রুশদি, অরুন্ধতী রায়, অভিনেত্রী রত্না পাঠক শাহ, সাংবাদিক পি সাইনাথ প্রমুখ। এই বিশিষ্টজনেদের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'সিএএ ও এনআরসির মতো আইন যেখানে সবাইকে সমান নাগরিকত্বের অধিকার দেওয়া হয় না, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য উমর খালিদ ও অন্যান্য ব্যক্তি যাঁদের মিথ্যে মামলায় অভিযুক্ত করে জেলে ঢোকানো হয়েছে, ভারত সরকারের কাছে তাঁদের মুক্তির দাবি জানাচ্ছি আমরা। তার সঙ্গে দিল্লির সংঘর্ষ কেন হয়েছিল, বা তাতে কাদের হাত ছিল সেই ব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি দিল্লি পুলিশের কাছে, যাঁরা দেশের সংবিধান মেনে চলার শপথ নিয়েছেন।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, '২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে সংঘর্ষে যুক্ত ইন্ধন যোগানোর অভিযোগে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া সাহসী ও তরুণ শিক্ষাবিদ ও ছাত্রনেতা উমর খালিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সবার সমান নাগরিকত্বের দাবি তুলে উমর খালিদ বুঝিয়ে দিয়েছিলেন দেশের প্রতি তাঁর কর্তব্য ঠিক কী। এই পদক্ষেপ থেকে তাঁর শিক্ষারও পরিচয় পাওয়া যায়।'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in