বিশ্ব এবং দেশজুড়ে করোনা মহামারীর কারণে সবকিছু স্তব্ধ হয়ে গেলেও ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ভারতে বিলিওনিয়ারের সংখ্যা বাড়লো ১০ জন। ২০১৯-এ যে সংখ্যা ছিলো ৮০, এই বছরের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৯০। এই বছরে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে ৩৩ শতাংশ। জানা গেছে, ২০২০ সালে ভারতের প্রথম সারির ১০ শিল্পপতি প্রায় ৭৬ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ বাড়িয়েছেন।
সদ্য ঘোষিত এই তালিকায় দেশে সবার ওপরে আছেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানী। যাঁর মোট সম্পদের পরিমাণ ৪৮৩ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের তুলনায় তাঁর সম্পদ বেড়েছে ৩৩ শতাংশ। মুকেশ আম্বানির নীট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭.৫ বিলিয়ন মার্কিন ডলার। প্রতি সপ্তাহে তিনি ৪১০ মিলিয়ন ডলারের সম্পদ যোগ করেছেন। বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এক বিশ্লেষণে একথা জানানো হয়েছে।
এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন আদানি গ্রুপের গৌতম আদানি। ২০২০ সালে যার সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়েছে বলে জানা গেছে।
এই তালিকাতেই আছেন উইপ্রোর আজিম প্রেমজী, এইচ সি এল-এর শিব নাদার। ২০২০ সালে যাঁদের সম্পদ বেড়েছে ৫৫ শতাংশ।
উল্লেখযোগ্য ভাবে এই তালিকায় স্থান পেয়েছেন রামদেব এবং আচার্য বালকৃষ্ণ। ২০১৯ সালের শেষে এঁদের সম্পদের পরিমাণ ছিলো ১০০ কোটি টাকার কাছাকাছি। এই বছরের শেষে এঁদের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা।
এছাড়াও তালিকায় আছে এশিয়ান পেন্টস। যাদের সম্পদ বেড়েছে ৪৮ শতাংশ। অ্যাভিনিউ সুপারমারটের রাধাকিশান দামানি। যার সম্পদ বেড়েছে ৪১ শতাংশ। সান ফার্মার দিলীপ সাংভি। যার সম্পদ বেড়েছে ৩৬ শতাংশ এবং ২১ শতাংশ সম্পদ বেড়েছে সুনীল মিত্তালের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন