একসাথে ১৮টি বুনো হাতির মৃতদেহ উদ্ধার হলো অসমের নওগাঁ জেলার বামুনি পাহাড় এলাকা থেকে। বন দপ্তরের আধিকারিকদের প্রাথমিক অনুমান, বাজ পড়ার কারণে হাতিগুলোর মৃত্যু হয়েছে। হাতি মৃত্যুর প্রকৃত কারণ ও কতগুলো হাতির মৃত্যু হয়েছে তা জানতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন বন দপ্তরের আধিকারিকরা।
নওগাঁ বন বিভাগের কাঠিয়াতলি রেঞ্জের কান্দোলি প্রস্তাবিত সংরক্ষিত বন (পিআরএফ)-এ বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। এক বন আধিকারিক জানিয়েছেন, "স্থানীয় গ্রামবাসীরা এই হাতি মৃত্যুর বিষয়টি আমাদের জানান। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি মাটিতে অনেক হাতি মরে পড়ে আছে। আমরা দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।"
কাঠিয়াতলি রেঞ্জের প্রিন্সিপাল চিফ কনভারসেটর অফ ফরেস্ট (ওয়াইল্ডলাইফ) অমিত সহায় জানিয়েছেন, "এলাকাটি ভীষণ দুর্গম। বৃহস্পতিবার বিকেলে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দুটি ভিন্ন জায়গায় হাতিদের মৃতদেহগুলো পড়ে থাকতে দেখেন তাঁরা। পাহাড়ের ওপরে ১৪টি হাতির দেহ পাওয়া গেছে। বাকি চারটি দেহ পাহাড়ের নীচে ছিল।"
আসামের পরিবেশ ও বনমন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাঁকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। আজই সকালে বন আধিকারিকদের সাথে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। মর্মান্তিক এই ঘটনায় সেখানকার স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন