Manipur: মণিপুরের জাতিগত দ্বন্দ্বের মূলে আদিবাসীদের জমির অধিকার নিয়ে লড়াই

এই উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলটি সাংস্কৃতিকভাবে এবং জাতিগতভাবে বৈচিত্র্যময়। এই অঞ্চলে ২০০ টিরও বেশি জাতিগোষ্ঠী আছে। যার মধ্যে মণিপুরের ৩৪টি স্বতন্ত্র ভাষা, উপভাষা এবং সামাজিক-সাংস্কৃতিক পরিচয় রয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ফাইল ছবি - আইএএনএস ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

মণিপুরে তিন দশকেরও বেশি সময় ধরে জাতিগত সংঘর্ষের বেশিরভাগই মূলত জমিকেন্দ্রিক এবং এর অধিকাংশের সঙ্গেই কুকি আদিবাসীরা জড়িয়ে আছেন৷ কুকি এবং তাদের উপ-উপজাতিরা মায়ানমার এবং দক্ষিণ-পূর্ব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ছাড়াও মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যে বসবাসকারী পাহাড়ি উপজাতি।

এই উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলটি সাংস্কৃতিকভাবে এবং জাতিগতভাবে বৈচিত্র্যময়। এই অঞ্চলে ২০০ টিরও বেশি জাতিগোষ্ঠী আছে। যার মধ্যে মণিপুরের ৩৪টি স্বতন্ত্র ভাষা, উপভাষা এবং সামাজিক-সাংস্কৃতিক পরিচয় রয়েছে।

গত ৩ মে থেকে শুরু হওয়া মণিপুরের বর্তমান জাতিগত হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ১৬০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন। দীর্ঘ সময় ধরে চলা এই জাতিদাঙ্গায় সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পার্বত্য জেলাগুলিতে সমস্ত উপজাতি গোষ্ঠীর ডাকে এক 'উপজাতি সংহতি মিছিল'-এর পরেই মে মাসে এই দাঙ্গার সূত্রপাত। মণিপুরের মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতি (এসটি) মর্যাদা দেওয়ার দাবির প্রতিবাদে ওইদিন পথে নামে মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন।

কুকি আদিবাসীরা মনে করেন, মেইতেই সম্প্রদায় যদি তফশিলি উপজাতির-র মর্যাদা পায়, তবে জমির অধিকার সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে তাদের বিভিন্ন অধিকার হ্রাস পাবে এবং মেইতেই জনগণ তাদের দখলে থাকা জমি কিনতে এবং বসবাস করতে সক্ষম হবে। সেই অর্থে, অ-উপজাতীয় মেইতেই এবং কুকি উপজাতিদের মধ্যে চলা বর্তমান সংঘাতকে পাহাড় বনাম সমতল দ্বন্দ্ব হিসাবেও অভিহিত করা যেতে পারে।

মণিপুরের ৩০ লক্ষ জনসংখ্যার মধ্যে ৫৩ শতাংশ মেইতেই, এবং উপজাতীয় সম্প্রদায়গুলি প্রায় ৪০ শতাংশ। এর মধ্যে নাগা উপজাতিরা ২৪ শতাংশ এবং কুকি/জোমি উপজাতি ১৬ শতাংশ।

উপত্যকা অঞ্চলগুলি, যেখানে মূলত মেইতেইরা বসবাস করে তা মণিপুরের মোট ভৌগলিক এলাকার প্রায় ১০ শতাংশ। অন্যদিকে পাহাড়ি অঞ্চলগুলি প্রায় ৯০ শতাংশ অঞ্চল নিয়ে গঠিত৷

মণিপুরে এই জাতিদাঙ্গার ইতিহাস অবশ্য অনেক পুরোনো। মাঝেমাঝেই রক্তক্ষয়ী সংঘর্ষে দীর্ণ হয়েছে মণিপুর। ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩-এ নাগাল্যান্ড-ইসাক-মুইভা গোষ্ঠীর ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিলের অন্তর্গত জঙ্গিরা মণিপুরের পাহাড়ে প্রায় ১১৫জন কুকি অসামরিক মানুষকে হত্যা করে। যদিও নাগা সংগঠন এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে।

তার আগে ১৯৯০ সালে, জমি নিয়ে সংঘর্ষ হয়েছিল। কুকিদের অভিযোগ অনুসারে, তাদের প্রায় ৩৫০টি গ্রাম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল, ১,০০০ জনেরও বেশি কুকিকে হত্যা হয় এবং প্রায় ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হন। 

১৯৯৩ সালে, মেইতি পাঙ্গাল (মুসলিম) এবং মেইতেইদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সময় মুসলিম যাত্রী বহনকারী একটি বাসে আগুন দেওয়া হয় এবং শতাধিক মানুষ নিহত হন।

অতীতে মণিপুরে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন ছিল এবং হিংসা মূলত বিদ্রোহীদের মাধ্যমেই শুরু হয়েছিল। দুটি সংগঠনের অধীনে মোট ২৩টি গোপন সংগঠন – যার মধ্যে ৮টি ইউনাইটেড পিপলস ফ্রন্ট (UPF) এর অধীনে এবং ১৫টি কুকি ন্যাশনাল অর্গানাইজেশন (KNO)-এর অধীনে। এই সব সংগঠন ২০০৮-এর আগস্ট থেকে এখনও পর্যন্ত কেন্দ্রের সাথে সাসপেনশন অফ অপারেশন (SoO) চুক্তির অধীনে রয়েছে৷

মণিপুর মেইতেই, নাগা, কুকি এবং জোমি এবং হমার বিদ্রোহী গোষ্ঠীর কার্যকলাপ দ্বারা প্রভাবিত। উত্তর-পূর্ব রাজ্যগুলির বিদ্রোহী গোষ্ঠীগুলির দ্বারা বেআইনি এবং বেআইনি কার্যকলাপ দমন করার জন্য, মোট ১৬টি বিদ্রোহী সংগঠকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ এর অধীনে "বেআইনি সংস্থা" এবং/অথবা "সন্ত্রাসী সংগঠন" ঘোষণা করা হয়েছে।

এই ১৬ টি সংগঠনের মধ্যে আটটি মণিপুরের। এগুলি হল পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং এর রাজনৈতিক শাখা, রেভল্যুশনারি পিপলস ফ্রন্ট (আরপিএফ), ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ইউএনএলএফ) এবং এর সশস্ত্র শাখা মণিপুর পিপলস আর্মি (এমপিএ), পিপলস রেভোলিউশনারি পার্টি অফ কাংলেইপাক (প্রেপাক), কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (কেসিপি), কাংলেই ইয়াওল কানবা লুপ (কেওয়াইকেএল), সমন্বয় কমিটি (কর-কম), অ্যালায়েন্স ফর সোশ্যালিস্ট ইউনিটি কাংলেইপাক (এএসইউকে), এবং মণিপুর পিপলস লিবারেশন ফ্রন্ট (এমপিএলএফ)।

NSCN-IM এবং প্রতিবেশী নাগাল্যান্ডের অন্যান্য নাগা দলগুলি ১৯৯৭ সালে কেন্দ্রের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করে। যদিও মণিপুরের উপত্যকা-ভিত্তিক জঙ্গি সংগঠনগুলি (মেইতেই গোষ্ঠী) যেমন UNLF, PLA, KYKL ইত্যাদি সংগঠন এখনও আলোচনার পথে আসেনি।

কংগ্রেস ক্ষমতাসীন থাকার সময় কেন্দ্র এবং মণিপুর সরকার ২২শে আগস্ট, ২০০৮-এ ত্রিপক্ষীয় সাসপেনশন অফ অপারেশন (SOO) স্বাক্ষর করার পর এখনও ২,২৬৬ জন কুকি ক্যাডার মণিপুরের বিভিন্ন মনোনীত ক্যাম্পে আছে।

মণিপুরের কর্মকর্তারা অভিযোগ করেছেন যে কুকি ন্যাশনাল আর্মি (কেএনএ), জোমি রেভল্যুশনারি আর্মি (জেডআরএ) এবং কুকি রেভল্যুশনারি আর্মি (কেআরএ) এর ক্যাডাররা রাজ্যের আফিম চাষীদের সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। কারণ বর্তমানে সরকার অবৈধ আফিম চাষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সরকারি হস্তক্ষেপে বনভূমিতে, বিশেষ করে সংরক্ষিত ও সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ আফিম ক্ষেত নষ্ট করে দেওয়া হচ্ছে। যদিও কুকি সংগঠনের এক সহযোগী সংগঠন এই অভিযোগ অস্বীকার করেছে।

গত ১০ মার্চ, আদিবাসীরা তিন পার্বত্য জেলায় অবৈধ আফিম চাষীদের বিরুদ্ধে রাজ্য সরকারের পদক্ষেপের প্রতিবাদে এবং বনভূমির অবৈধ দখলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল। অভিযোগ, এই সমাবেশগুলো কুকি জঙ্গিদেরও মদতেই করা হয়েছিল।

বেশ কয়েকটি জায়গায় সমাবেশগুলি হিংসাত্মক হয়ে ওঠে এবং অনেকে আহত হয়। এর পরের দিনই মণিপুর সরকার একতরফাভাবে এসওও চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। যদিও, কেন্দ্রীয় সরকার এখনও মণিপুর সরকারের এসওও চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেনি।

মণিপুর সরকার আরও দাবি করেছে যে মায়ানমারের অভিবাসীরা সীমান্তের ওপার থেকে এসে অবৈধ আফিম চাষ এবং মাদক ব্যবসাকে উৎসাহিত করছে।

৯ এপ্রিল, কুকি ইন্ডিপেন্ডেন্ট আর্মি (কেআইএ) মায়ানমার সীমান্তবর্তী চুরাচাঁদপুর জেলার চুংখাওতে তাদের নির্ধারিত ক্যাম্পে অবস্থানরত কুকি জঙ্গি গোষ্ঠীর অস্ত্রাগার থেকে ২৫টি অত্যাধুনিক অস্ত্র লুট করে।

মণিপুর পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই কেআইএ বা কুকি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন) সরকারের সাথে ত্রিপাক্ষিক যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেনি।

কয়েকদিন আগেই মণিপুর পুলিশের পক্ষ থেকে কেআইএ প্রধান থাংখোংগাম হাওকিপ (৪০) সম্পর্কিত খবরের জন্য ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করে। এর ঠিক তিন দিন পরে অস্ত্র লুটের ঘটনা ঘটে।

মায়ানমার ও মিজোরামের সীমান্তবর্তী দক্ষিণ মণিপুরের পাহাড়ি ও বনাঞ্চল অধ্যুষিত চুরাচাঁদপুর জেলাতেই বিভিন্ন কুকি-চিন জঙ্গি গোষ্ঠীর আবাসস্থল।

প্রায় দেড় দশক আগে যখন থেকে অ-উপজাতীয় মেইতেই সম্প্রদায়ের সদস্যরা তাদের তফসিলি উপজাতি হিসাবে শ্রেণীবদ্ধ করার দাবি শুরু করে, তখন থেকে কুকি আদিবাসী এবং তাদের বিভিন্ন সংগঠন এই দাবির তীব্র বিরোধিতা করে আসছে। এই প্রসঙ্গে কুকিদের বক্তব্য, মেইতেই সম্প্রদায়কে উপজাতি হিসাবে ঘোষণা করা হলে, তাদের (কুকি) উপজাতীয় হিসেবে প্রাপ্য সুবিধার অংশ কমবে এবং মেইতেই সম্প্রদায়ের লোকদের পাহাড়ি এলাকায় জমি কেনার অনুমতি দেওয়া হবে।

জাতিগত হিংসার ঘটনার মধ্যেই, কুকি সম্প্রদায়ের ১০ জন উপজাতীয় বিধায়ক মণিপুরের আদিবাসীদের জন্য একটি পৃথক রাজ্যের দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কাছেও এই বিষয়ে এক স্মারকলিপি পাঠানো হয়েছে। এই বিধায়কদলের মধ্যে ৭ জন বিধায়ক বিজেপির।

যদিও কেন্দ্রীয় পররাষ্ট্র ও শিক্ষা প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিতে জানিয়েছেন কুকি জঙ্গি সহ বিভিন্ন মহলের কাছ থেকে প্রচণ্ড চাপের মুখে এই দাবি করা হয়েছিল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in