দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হয়েছেন আপ বিধায়ক অতিশী মারলেনা। জামিনে মুক্তি পেয়েই স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখার জন্য নিজে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে অতিশীকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেন কেজরিওয়াল। মেধাবী ছাত্রী থেকে দিল্লির মুখ্যমন্ত্রী হওয়া, অতিশী মারলেনার এই উত্থান বেশ চমকপ্রদ। তাছাড়া এই 'মারলেনা' নামের পিছনে লুকিয়ে অন্য রহস্য।
২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি শেষ হচ্ছে দিল্লির বিধানসভার মেয়াদ। অর্থাৎ আর পাঁচ মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা থাকলেও রবিবার কেজরিওয়াল ঘোষণা করেন মহারাষ্ট্রের ভোটের সঙ্গে অর্থাৎ নভেম্বরেই ভোট হতে চলেছে রাজধানীতে। সুতরাং অতিশীর মেয়াদ খুবই কম সময়ের জন্য।
১৯৮১ সালের ৮ জুন দিল্লিতে জন্মগ্রহণ করেন অতিশী মারলেনা সিং। তাঁর বাবা বিজয় সিং এবং মা তৃপ্তা ওয়াহি দুজনেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। অতিশীর নামের সঙ্গে 'মারলেনা' যুক্ত হবার পিছনেও বিশেষ কারণ রয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্রে খবর তাঁর বাবা এবং মা কমিউনিস্ট নেতা মার্ক্স এবং লেনিনের নাম থেকে মারলেনা নামকরণ করেন। রাজনৈতিক ময়দানে তিনি অতিশী মারলেনা নামেই পরিচিত।
দিল্লিতেই তাঁর স্কুল জীবন কাটে। নিউ দিল্লির স্প্রিংডেলস স্কুলে পড়াশোনা করেন। সেন্ট স্টিফেন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হন এই আপ নেত্রী। পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অত্যন্ত মেধাবী পড়ুয়া হিসেবেই পরিচিতি তিনি।
২০১৩ সাল থেকে আপের সাথে তাঁর পথ চলা শুরু হয়। প্রথমে দলের নীতি নির্ধারণের সাথে যুক্ত ছিলেন। ২০১৯ লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেন। কিন্তু বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের কাছে প্রায় ৫ লক্ষ ভোটে হারেন আপ নেত্রী। ২০২০ দিল্লি বিধানসভা নির্বাচনে কালকাজি কেন্দ্র থেকে আপের টিকিটেই জয়ী হন অতিশী। বিজেপি প্রার্থী ধরমবীর সিং-কে প্রায় সাড়ে ১১ হাজার ভোটে পরাজিত করেছিলেন তিনি।
৪৩ বছর বয়সী অতিশী বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা, PWD, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির পর তিনি মন্ত্রী হন এবং দলের একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এক সময়ে অতিশী মণীশ সিসোদিয়ার উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। এবার দেখার সাময়িক সময়ের জন্য মুখ্যমন্ত্রী হয়ে কতটা সফল হন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন