২ জুন শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা এবং প্রায় ২৭৫ জনের মৃত্যু নিয়ে যখন চরম উৎকণ্ঠার মধ্যে নিহত এবং আহতদের পরিবার হাসপাতালে মর্গে দৌড়োচ্ছেন তখনই এই দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আরও ভয়ংকর ‘সাম্প্রদায়িক খেলা’। যা উঠে এসেছে অলট নিউজের এক প্রতিবেদনে।
এই সময়েই ওড়িশার বালাসোরের ট্রেন দুর্ঘটনার ছবি এবং ভিডিও শেয়ার করে দাবি করা হয় দুর্ঘটনাস্থলের কাছে একটি মসজিদ আছে। এক ট্যুইটার ব্যবহারকারী দাবি করার চেষ্টা করেন যে, এই ট্র্যাজেডির জন্য মুসলিমরাই দায়ী এবং পুরো বিষয়টিকেই সাম্প্রদায়িক মোড় দেওয়ার চেষ্টা করেন।
যদিও, শেয়ার হওয়া এই ছবি এবং ভিডিওর সত্যতা যাচাই করে অল্ট নিউজ (Alt News)। যাতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলের কাছে যে ছবিকে 'মসজিদ' বলে দাবি করা হয়েছিল তা আদপে একটি মন্দিরের ছবি।
একদিকে, ট্রেন দুর্ঘটনায় নিহত ২৭৫ জনের মরদেহ নিয়ে যখন বাতাসে কান্নার রোল ভেসে বেড়াচ্ছে, ঠিক তখনই ‘দ্য র্যান্ডম ইন্ডিয়ান’ (@randomsena) নামে এক টুইটার ব্যবহারকারী একটি ছবি শেয়ার করেন। যাতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থলের কাছে রয়েছে একটি সাদা রঙয়ের বাড়ি এবং সেটিকে মসজিদ হিসাবে নিশানা করে লেখা হয়, 'শুধু গতকাল শুক্রবার ছিল'। মাত্র চার শব্দের এই বাক্যতেই ব্যবহারকারীর ইঙ্গিত খুব স্পষ্ট হয়ে ওঠে।
একইভাবে @RajputRanjanaa, @RealVirendraBJP, @abbajabbadabba4, যাচাইকৃত ব্যবহারকারী @VIRALKI44722069 এবং প্যারোডি অ্যাকাউন্ট @mdallahwala থেকেও একই ছবি টুইট করে সাদা বিল্ডিংটির দিকে ইঙ্গিত করা হয় এবং একই ধরণের দাবি করা হয়। এই দাবি ফেসবুকেও ভাইরাল করা হয়েছে।
অলট নিউজের ফ্যাক্ট চেক
বিভিন্ন দিক থেকে ছবিটি ভালোভাবে পরীক্ষা করার পরে, এটি স্পষ্ট হয় যে ভাইরাল হওয়া ছবিতে সাদা কাঠামোটি আসলে একটি মন্দিরের এবং এটি কোনও মসজিদ নয়। নিম্নলিখিত ছবিটি রয়টার্সের একটি রিপোর্টেও ব্যবহার করা হয়েছে যার শিরোনাম ছিল, “Deadly Indian rail crash shifts focus from new trains to safety"।
সাংবাদিক তমাল সাহা অল্ট নিউজকে নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনার পাশের কাঠামোটি আসলে একটি মন্দির। আরও অনুসন্ধান করার পরে, আমরা দেখতে পেলাম যে মন্দিরটি ছিল বাহানাগা ইসকন মন্দির। পাঁচ মাস আগে আপলোড করা মন্দিরের একটি ইউটিউব ভিডিও দেখায় যে কাঠামোটি সাদা রঙের এবং সেই সময়ে মন্দিরটি নির্মাণাধীন (যদিও কার্যকরী) ছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন