অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (AIBEA) অধীনে ব্যাঙ্ক কর্মচারীদের ডাকে ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ৬ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হল। ব্যাঙ্কিং ক্ষেত্রের অন্যতম বৃহত্তম ইউনিয়নের ডাকে আগামী ডিসেম্বর মাসে ৬ দিনের ব্যাঙ্ক ধর্মঘটে শামিল হবেন কর্মচারীরা। পর্যাপ্ত কর্মী নিয়োগ এবং ব্যাংকগুলিতে স্থায়ী চাকরি এবং আউটসোর্সিং বন্ধের দাবিতে এই ধর্মঘট বলে জানা গেছে।
সারা দেশে ধর্মঘটের তারিখগুলি টুইট করে, AIBEA-এর সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটাচালাম জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসে ব্যাঙ্ক ধর্মঘটের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীরা এই ধর্মঘটে অংশ নেবেন।
সি এইচ ভেঙ্কটাচালাম-এর এক্স হ্যান্ডেলে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে,
৪ ডিসেম্বর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক দেশব্যাপী ধর্মঘটে অংশ নেবে।
৫ ডিসেম্বর ব্যাঙ্ক অফ বরোদা এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ধর্মঘট হবে।
৬ ডিসেম্বর ধর্মঘট হবে কানাড়া ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্কে।
৭ ডিসেম্বর ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্কে ধর্মঘট হবে।
৮ ডিসেম্বর সারা দেশে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ধর্মঘট হবে।
১১ ডিসেম্বর, দেশের সমস্ত বেসরকারী ব্যাঙ্কগুলিতে ধর্মঘট হবে।
দ্য মিন্ট-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ভেঙ্কটাচালাম জানিয়েছেন কিছু ব্যাঙ্কে চাকরির ক্ষেত্রে আউটসোর্সিং নিচু স্তরে কর্মী নিয়োগ কমিয়েছে এবং পাশাপাশি গ্রাহকদের গোপনীয়তা এবং তাদের সঞ্চিত অর্থ ঝুঁকির মধ্যে পড়েছে।
AIBEA-এর সাধারণ সম্পাদক আরও অভিযোগ করেছেন যে কিছু ব্যাঙ্ক শিল্প বিরোধ (সংশোধন) আইন লঙ্ঘন করছে।
তিনি আরও জানান, "যেখানে শ্রম কর্তৃপক্ষ হস্তক্ষেপ করেছে, সেখানেও ব্যবস্থাপকরা তাদের পরামর্শ উপেক্ষা করেছে, শিল্প বিরোধ আইনের বিধান লঙ্ঘন করেছে এবং কর্মচারীদের জোর করে বদলি করেছে।"
উল্লেখযোগ্যভাবে, এর আগে ১৩ নভেম্বর 'ফ্ল্যাশ স্ট্রাইক'-এর ডাক দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
এক্স-এ পোস্ট করে, ভেঙ্কটাচালাম বলেছিলেন যে 'ফ্ল্যাশ স্ট্রাইক' স্থগিত করা হয়েছে কারণ ম্যানেজমেন্ট বন্ধুত্বপূর্ণভাবে সমস্যাগুলির সমাধান করার ইচ্ছে প্রকাশ করেছে। তিনি আরও লিখেছেন, শীর্ষ আধিকারিকদের সাথে আলোচনার পরে, "পরিচালনাও কর্মচারী এবং কর্মকর্তাদের জন্য আইবিএ তাদের আদেশ দিতে সম্মত হয়েছে" এবং আগামী ১৫ নভেম্বর এই বিষয়ে পরবর্তী আলোচনা হবে।
Copy Source: NewsClick
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন