অন্য রাজ্যের তুলনায় শিল্প-কর্মসংস্থানে অনেক পিছিয়ে, কেন্দ্রের সমীক্ষায় বাংলার কঙ্কালসার চিত্র

বিশেষজ্ঞ মহলের মতে শিল্পে পরিকাঠামো, আইনশৃঙ্খলা ক্রমশ অবনতি ঘটাতেই নতুন বিনিয়োগে ভরসা পাচ্ছেন না মাঝারি শিল্পপতিরা। এছাড়াও রাজ্যে ক্রমশই বাড়ছে শাসক দলের দাপট। তাতে ভরসা কমেছে নতুন শিল্প উদ্যোগীদের।
অন্য রাজ্যের তুলনায় শিল্প-কর্মসংস্থানে অনেক পিছিয়ে, কেন্দ্রের সমীক্ষায় বাংলার কঙ্কালসার চিত্র
গ্রাফিক্স - নিজস্ব
Published on

শিল্প পরিকাঠামোর নিরিখে পশ্চিমবঙ্গের কঙ্কালসার দশা বারে বারে ফুটে উঠছে। গত এক দশকে অসংখ্য কলকারখানা বন্ধ হওয়ার কারণে ভেঙে পড়েছে রাজ্যের শিল্প ব্যবস্থা। এটি কোনও বিরোধীদের অভিযোগ নয়। সম্প্রতি এক সমীক্ষা রিপোর্টে এই তথ্যই তুলে ধরেছে কেন্দ্রের পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ দপ্তর।

দেশের শিল্প সংক্রান্ত সমীক্ষা রিপোর্ট জানিয়েছে, শিল্প কলকারখানার সংখ্যায় গত কয়েক বছরে দেশের প্রথম স্থানে চলে এসেছে তামিলনাড়ু। তবে, এনিয়ে প্রচার পেতে তামিলনাড়ুর সরকার কোনও শিল্পের বিজ্ঞপনের প্রচার করেনি। অথবা বাণিজ্য সম্মেলন নিয়ে কোনও বড় বড় হোডিং ঝোলায়নি শহর জুড়ে।

জানা যাচ্ছে, ২০১৯-২০ সালে দেশে মোট কারখানার সংখ্যা ছিল ২ লক্ষ ৪৬ হাজার ৫০৩টি। এসময় পশ্চিমবঙ্গে কারখানা ছিল ৯ হাজার ৬৫০ টি। আর প্রচারের বাইরে থাকা তামিলনাড়ু রাজ্যে মোট কারখানার সংখ্যা ছিল ৩৮ হাজার ৩২৭ টি। মহারাষ্ট্রে ২৫ হাজার ৬২৯ টি, গুজরাটে ২৮ হাজার ৪৭৫ টি, কর্ণাটকে ১৪ হাজার ১৬৯ টি, উত্তর প্রদেশে ১৬ হাজার ১৮৪ টি, হরিয়ানায় ১১ হাজার ২৫২ টি, অন্ধপ্রদেশে ১৬ হাজার ৯২৪ টি, পাঞ্জাবে ১৩ হাজার ৯৩ টি কারখানা ছিল। অর্থাৎ, তামিলনাড়ুসহ একাধিক রাজ্যের থেকে শিল্প ব্যবস্থা থেকে অনেক পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রতিবছর শিল্পমেলার মোচ্ছব হলেও তাতে শিল্পে বিনিয়োগে বিশেষ কোনও সাড়া মেলেনি এ রাজ্যে। দেশের শিল্পের মানচিত্রে এখন অনেকে তলায় চলে গেছে রাজ্য।

পরিসংখ্যান বলছে, ২০১৯-১৯ সালে পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা ছিল ৯ হাজার ৪২০ টি। আর গত এক বছরে মাত্র ২৩০টি নতুন কারখানা স্থাপন হয়েছে এ রাজ্যে। নতুন চাকরি হয়েছে ২৮ হাজার জনের। অন্যদিকে, একই সময়পর্বে তামিলনাড়ু, গুজরাত, কর্নাটকে ৭০০ থেকে ১,৫০০ নতুন কারখানা গড়ে উঠেছে। আর নতুন চাকরি পেয়েছেন লক্ষ লক্ষ মানুষ।

এছাড়া, শিল্পে বিনিয়োগের পরিসংখ্যানও উঠে এসেছে সমীক্ষা রিপোর্টে। জানা যাচ্ছে, দেশে শিল্পে মোট বিনিয়োগ রয়েছে ৪৯ লক্ষ ৬৭ হাজার কোটি টাকা। এরমধ্যে পশ্চিমবঙ্গে শিল্পে বিনিয়োগের মাত্র ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা। সেখানে তামিলনাড়ুতে শিল্পে বিনিয়োগ ৪ লক্ষ ৪১ হাজার কোটি টাকা। মহারাষ্ট্রে শিল্পে বিনিয়োগ ৬ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। গুজরাটে ৯ লক্ষ ৬১ হাজার কোটি টাকা। উত্তর প্রদেশে বিনিয়োগ ২ লক্ষ ৪৭ হাজার কোটি। দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে বিনিয়োগ ক্রমশ বাড়লেও পশ্চিমবঙ্গে বিনিয়োগে সেভাবে সাড়া মিলছে না।

কেন এই অবস্থা? শিল্প বিশেষজ্ঞদের মতে, রাজ্য শিল্পে পরিকাঠামো, আইনশৃঙ্খলা ক্রমশ অবনতি ঘটাতেই নতুন বিনিয়োগে ভরসা পাচ্ছেন না মাঝারি শিল্পপতিরা। এছাড়াও রাজ্যে শাসক দলের দাপট বেড়ে চলায় রাজ্যে বিনিয়োগে ভরসা কমেছে নতুন শিল্প উদ্যোগীদের। এছাড়াও শাসক দলের শিল্প তাড়ানোর যে ভাবমূর্তি গড়ে উঠেছে, তা থেকে আজও মুক্ত হতে পারেনি রাজ্য।

অন্য রাজ্যের তুলনায় শিল্প-কর্মসংস্থানে অনেক পিছিয়ে, কেন্দ্রের সমীক্ষায় বাংলার কঙ্কালসার চিত্র
TMC: ভয় দেখিয়ে বহু গরীবের আবাস যোজনার টাকা আত্মসাৎ - অভিযুক্ত তৃণমূল নেতৃত্ব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in