Electoral Trusts: নির্বাচনী ট্রাস্ট থেকে পাওয়া মোট অনুদানের ৭২% বিজেপির, বহু পিছিয়ে কংগ্রেস

২০২১-২২ আর্থিক বছরে বিভিন্ন নির্বাচনী ট্রাস্ট্রের মাধ্যমে যে অনুদান পেয়েছে রাজনৈতিক দলগুলি, তার মোট পরিমাণ হল ৪৮৭ কোটি ৬ লক্ষ টাকা। এর মধ্যে, ৭২.১৭ % অর্থাৎ, ৩৫১ কোটি ৫০ লক্ষ টাকা গিয়েছে বিজেপি'র ঘরে।
বহু পিছিয়ে কংগ্রেস
বহু পিছিয়ে কংগ্রেসগ্রাফিক্স - আকাশ নেয়ে
Published on

২০২১-২২ আর্থিক বছরে বিভিন্ন ট্রাস্ট থেকে সর্বোচ্চ অনুদান পেয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এবছর তাঁদের অনুদানের পরিমাণ ৩৫১ কোটি ৫০ লক্ষ টাকা। অন্যদিকে, জাতীয় কংগ্রেস পেয়েছে মাত্র ১৮ কোটি ৪৪ লক্ষ টাকা।

জাতীয় তথ্য বিশ্লেষক সংস্থা 'অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস' (ADR) জানিয়েছে, ২০২১-২২ আর্থিক বছরে বিভিন্ন নির্বাচনী ট্রাস্ট্রের মাধ্যমে যে অনুদান পেয়েছে রাজনৈতিক দলগুলি, তার মোট পরিমাণ হল ৪৮৭ কোটি ৬ লক্ষ টাকা। এর মধ্যে, ৭২.১৭ % অর্থাৎ, ৩৫১ কোটি ৫০ লক্ষ টাকা গিয়েছে বিজেপি'র ঘরে।

জানা যাচ্ছে, বিজেপিকে সবচেয়ে বেশি অনুদান দিয়েছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট (Prudent Electoral Trust)। বিজেপির পার্টি ফান্ডে মোট ৩৩৬ কোটি ৫০ লক্ষ টাকা পার্টি দান করেছে এই সংস্থা। এছাড়া, এবি জেনারেল ইলেক্টোরাল ট্রাস্ট (AB General Electoral Trust)-র কাছ থেকে ১০ কোটি ও সমাজ ইলেক্টোরাল ট্রাস্ট (Samaj Electoral Trust)-র কাছ থেকে ৫ কোটি টাকা পেয়েছে বিজেপি।

আর, অন্যদিকে- বিজেপি বা বিভিন্ন আঞ্চলিক দলের থেকেও কম অনুদান পেয়েছে কংগ্রেস। প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্টে ও স্মল ডোনেশন ইলেক্টোরাল ট্রাস্ট থেকে কংগ্রেস মোট অনুদান পেয়েছে ১৮ কোটি ৪৪ লক্ষ টাকা।

যেখানে, বিজেপির পর সর্বোচ্চ অনুদান পেয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS)। তেলেঙ্গানার শাসক দল হিসাবে তারা পেয়েছে মোট ৪০ কোটি টাকা। সবই এসেছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে।

এছাড়া, সমাজবাদী পার্টি পেয়েছে ২৭ কোটি টাকা, আম আদমি পার্টি ২১ কোটি ১২ লক্ষ টাকা এবং ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে ২০ কোটি টাকা।

২০২১-২২ আর্থিক বছরে, বিভিন্ন ইলেক্টোরাল ট্রাস্টে মোট ৮৭৫ কোটি ৮০ লক্ষ টাকা অনুদান করেছে ৮৯টি কর্পোরেট/ব্যবসায়িক প্রতিষ্ঠান। এর মধ্যে সর্বাধিক ৪৫৬ কটি ৩০ লক্ষ টাকা অনুদান পেয়েছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট। মোট ৬২ টি কর্পোরেট/ব্যবসায়িক প্রতিষ্ঠান অনুদানের ক্ষেত্রে বেঁচে নিয়েছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্টকে। আর, এই ট্রাস্ট থেকেই সিংহভাগ অর্থ (৩৩৬ কোটি ৫০ লক্ষ) পেয়েছে বিজেপি।

জানা যাচ্ছে, ইলেক্টোরাল ট্রাস্টে সর্বাধিক ডোনেশন করেছে  আর্সেলর মিত্তাল নিপ্পন স্টিল ইন্ডিয়া লিমিটেড। এই সংস্থার মোট অনুদানের পরিমাণ ৭০ কোটি টাকা। এরপরে রয়েছে,অ্যাক্রেলর মিত্তাল ডিজাইন অ্যান্ড ইঞ্জিজি সেন্টার প্রাইভেট লিমিটেড। তারা দিয়েছে মোট ৬০ কোটি টাকা। এবং ভর্তি এয়ারটেল দিয়েছে মোট ৫১ কোটি টাকা।

বহু পিছিয়ে কংগ্রেস
২০১৯-২০ সালে নির্বাচনী বন্ড থেকে BJP-র আয় ২৫৫৫ কোটি টাকা, তৃতীয় স্থানে তৃণমূল: রিপোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in