প্রথমে কর্পোরেট কোম্পানিগুলিতে ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। তারপরই ওই কর্পোরেট কোম্পানিগুলি থেকে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে অনুদান কেন্দ্রের শাসকদলের অ্যাকাউন্টে - এভাবে নাকি বিজেপি অনুদান পেয়েছে ৩০০ কোটিরও বেশি টাকা। সম্প্রতি চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে এসেছে। এই তথ্যের সত্যতা যাচাই করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিও দিয়েছেন কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল।
কেসি ভেনুগোপাল দাবি করেছেন দু’টি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল, 'দ্য নিউজ মিনিট' এবং 'নিউজলন্ড্রি' -র আভ্যন্তরীণ তদন্তে এই তথ্য উঠে এসেছে। পোর্টালগুলির প্রতিবেদন অনুযায়ী এভাবে বিভিন্ন সংস্থা থেকে প্রায় ৩৩৫ কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি।
এই বিষয়ে জানতে চেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে কংগ্রেস নেতা লেখেন, ২০১৮-২০২২ সাল পর্যন্ত ইডি, সিবিআই এবং আয়কর দপ্তর প্রায় ৩০টি বেসরকারি কোম্পানিতে তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই সব কোম্পানিগুলি পরে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপিকে ৩৩৫ কোটি টাকা অনুদান দিয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই এই সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে। পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, ২০১৮ সালের আগে এই কোম্পানিগুলির মধ্যে অধিকাংশই বিজেপিকে অনুদান দেয়নি। তারা অনুদান দিয়েছিল কংগ্রেসকে। ২০১৮ সালের পর সেই সমস্ত সংস্থাতেই কেন্দ্রীয় সংস্থা তল্লাশি অভিযান চালায়। তারপর থেকেই কংগ্রেসের কোষাগারে ওই কোম্পানিগুলি থেকে অনুদান আসা বন্ধ হয়ে যায়।
নির্মলা সীতারমনকে এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন কেসি ভেনুগোপাল। সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিও তুলেছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন