বিজেপির সম্পত্তি ৪৮৪৭.৭৮ কোটি টাকা, যা সাতটি জাতীয় দলের মোট সম্পত্তির প্রায় ৭০ শতাংশ - ADR

বিজেপির পরেই আছে বহুজন সমাজ পার্টি (বিএসপি), যাদের সম্পদের পরিমাণ ৬৯৮.৩৩ (৯.৯৯ শতাংশ)। তৃতীয় স্থানে জাতীয় কংগ্রেস (আইএনসি), সম্পদের পরিমাণ ৫৮৮.১৬ কোটি টাকা (৮.৪২ শতাংশ)।
অমিত শাহ
অমিত শাহফাইল চিত্র
Published on

২০১৯-২০ অর্থবর্ষে ৭ টি জাতীয় এবং ৪৪ টি রাজনৈতিক আঞ্চলিক দল তাদের মোট সম্পদের পরিমাণ ঘোষণা করেছে। ৭ টি জাতীয় রাজনৈতিক দলের মোট সম্পদের পরিমাণ ৬৯৮৮.৫৭ কোটি টাকা। ৪৪ টি আঞ্চলিক দলের মোট সম্পদের পরিমাণ ২১২৯.৩৮ কোটি টাকা। যার মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি (৪৮৪৭.৭৮ কোটি টাকা)। অর্থাৎ, জাতীয় দলগুলির মোট সম্পদের ৬৯.৩৭ শতাংশ।

Association for Democratic Reforms (ADR) –র তথ্য অনুযায়ী - বিজেপির পরেই আছে বহুজন সমাজ পার্টি (বিএসপি), যাদের সম্পদের পরিমাণ ৬৯৮.৩৩ (৯.৯৯ শতাংশ)। তৃতীয় স্থানে জাতীয় কংগ্রেস (আইএনসি), সম্পদের পরিমাণ ৫৮৮.১৬ কোটি টাকা (৮.৪২ শতাংশ)।

৪৪ টি আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে প্রথম ১০টি দল ২০২৮.৭১৫ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছে। শীর্ষে সমাজবাদী পার্টি (এসপি) ৫৬৩.৪৭ কোটি টাকা (২৬.৪৬ শতাংশ) সম্পদ ঘোষণা করেছে। তারপরে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) ৩০১.৪৭ কোটি টাকা এবং AIDMK ২৬৭.৬১ কোটি টাকা মূল্যের সম্পদ ঘোষণা করেছে।

ADR –র পর্যবেক্ষকদের কথায় - “জাতীয় এবং আঞ্চলিক দলগুলি ‘ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া’ (ICAI) –র নির্দেশিকাগুলি মেনে চলতে ব্যর্থ হয়েছে। নির্দেশিকায় রাজনৈতিক দলগুলিকে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাঙ্ক অথবা যেকোন সংস্থার কাছ থেকে নেওয়া ঋণের বিস্তারিত তথ্য দেওয়ার কথা বলা আছে। প্রায় কোনও রাজনৈতিক দলই সেই তথ্য দেয়নি।”

প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলির অডিট সংক্রান্ত ICAI নির্দেশিকা, যা ECI ( নির্বাচন কমিশন) দ্বারা অনুমোদিত। কিন্তু এটি শুধুমাত্র নির্দেশিকা হিসাবেই রয়ে গেছে। রাজনৈতিক দলগুলির আয়, ব্যয় অথবা সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার মতো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

- Inputs from IANS

অমিত শাহ
মোদীর মন্ত্রিসভায় ৪২% মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ক্রিমিনাল কেস, ৯০ শতাংশই কোটিপতি: ADR রিপোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in