ADR: ২০২২-২৩ সালে আঞ্চলিক দলের মধ্যে সবথেকে বেশি খরচ তৃণমূলের! সর্বাধিক আয় BRS-র, টাকার অঙ্ক জানেন?

People's Reporter: ২০২২-২৩ অর্থবর্ষে এই ৩৯টি আঞ্চলিক দলের মোট খরচ হয়েছে ৪৮১.০৩ কোটি টাকা। যার মধ্যে প্রথম ৫টি দলের খরচ হয়েছে ৪০২.০২ কোটি টাকা (৮৩.৫৭%)।
ADR: ২০২২-২৩ সালে আঞ্চলিক দলের মধ্যে সবথেকে বেশি খরচ তৃণমূলের! সর্বাধিক আয় BRS-র, টাকার অঙ্ক জানেন?
ছবি - সংগৃহীত
Published on

২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আঞ্চলিক দলগুলির মধ্যে সবথকে বেশি ব্যয় করেছে তৃণমূল কংগ্রেস। টাকার অঙ্ক ১৮০ কোটিরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে বিআরএস। এমন তথ্যই উঠে এসেছে এডিআর-র রিপোর্টে।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) ২০২২-২৩ অর্থবর্ষের ভিত্তিতে ৩৯টি আঞ্চলিক দলের আয় ও ব্যয় নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে। যাতে দেখা যাচ্ছে, ওই অর্থবর্ষে ৩৯টি দলের মোট আয় ১,৭৪০.৪৮ কোটি টাকা। যার মধ্যে প্রথম ৫টি আঞ্চলিক দলের আয়ই ১,৫৪১.৩২ কোটি টাকা অর্থাৎ ৮৮.৫৬ শতাংশ। এই আয়ের ৭৩%-র বেশি পরিমাণ অর্থ এসেছে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে।

সর্বাধিক আয় -

প্রথম ৫টি দলের মধ্যে আয়ের নিরিখে শীর্ষে রয়েছে ভারত রাষ্ট্র সমিতি (BRS)। তাদের আয় ৭৩৭.৬৭ কোটি টাকা (৪২.৩৮%)। দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস (TMC)। মমতা ব্যানার্জির দলের আয় ৩৩৩.৪৫ কোটি টাকা (১৯.১৬%)। ২১৪.৩৫ কোটি টাকা (১২.৩২%) আয় করে তৃতীয় স্থানে তামিলনাড়ুর শাসক দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম বা DMK। ১৮১.০৫ কোটি টাকা আয় করে চতুর্থ স্থানে রয়েছে ওড়িশার বিজু জনতা দল বা বিজেডি (১০.৪০%) এবং পঞ্চম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর-কংগ্রেস। তাদের মোট আয় ৭৪.৭৮ কোটি টাকা (৪.৩০%)। অন্যান্য ৩৪টি আঞ্চলিক দলের আয় ১৯৯.১৫ কোটি টাকা অর্থাৎ ১১.৪৪%।

সর্বাধিক খরচ -

২০২২-২৩ অর্থবর্ষে এই ৩৯টি আঞ্চলিক দলের মোট খরচ হয়েছে ৪৮১.০৩ কোটি টাকা। যার মধ্যে প্রথম ৫টি দলের খরচ হয়েছে ৪০২.০২ কোটি টাকা (৮৩.৫৭%)।

সর্বাধিক খরচের তালিকায় শীর্ষে রয়েছে তৃণমূল কংগ্রেস। ওই অর্থবর্ষে তৃণমূলের খরচ হয়েছে ১৮১.১৮ কোটি টাকা (৩৭.৬৬%)। দ্বিতীয় স্থানে ওয়াইএসআর কংগ্রেস। তাদের খরচ হয়েছে ৭৯.৩২ কোটি টাকা (১৬.৪৯%)। বিআরএস খরচ করেছে ৫৭.৪৭ কোটি টাকা (১১.৯৪%)। চতুর্থ স্থানে রয়েছে ডিএমকে। তাদের খরচ হয়েছে ৫২.৬২ কোটি টাকা (১০.৯৪%) এবং ৩১.৪১ কোটি টাকা (৬.৫৩%) খরচ করে পঞ্চম স্থানে রয়েছে সমাজবাদী পার্টি।

২০২১-২২ অর্থবর্ষে প্রথম ৫ আঞ্চলিক দলের আয় -

এই প্রসঙ্গে বলা রাখা ভালো, ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে বিআরএস-র আয় ২৩৮.২১% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তৃণমূলে আয় কমেছে। ২০২১-২২ অর্থবর্ষে বিআরএস-র আয় ছিল ২১৮.১১ কোটি টাকা। তৃণমূল কংগ্রেসের আয় ছিল ৫৪৫.৭৪৫ কোটি টাকা। ডিএমকে-র আয় ছিল ৩১৮.৭৪ কোটি টাকা। ৩০৭.২৮ কোটি টাকা আয় করেছিল বিজেডি। ওয়াইএসআর কংগ্রেসের আয় ছিল ৯৩.৭২ কোটি টাকা।

ADR: ২০২২-২৩ সালে আঞ্চলিক দলের মধ্যে সবথেকে বেশি খরচ তৃণমূলের! সর্বাধিক আয় BRS-র, টাকার অঙ্ক জানেন?
Lok Sabha 24: অষ্টাদশ লোকসভার অধিকাংশ সাংসদই কোটিপতি; সর্বাধিক সম্পদের মালিক কে? জানালো এডিআর
ADR: ২০২২-২৩ সালে আঞ্চলিক দলের মধ্যে সবথেকে বেশি খরচ তৃণমূলের! সর্বাধিক আয় BRS-র, টাকার অঙ্ক জানেন?
Inequality: ভারতে বাড়ছে বৈষম্য - দেশের প্রায় ৯০ শতাংশ বিলিওনেয়ারই উচ্চবর্ণের - রিপোর্ট
ADR: ২০২২-২৩ সালে আঞ্চলিক দলের মধ্যে সবথেকে বেশি খরচ তৃণমূলের! সর্বাধিক আয় BRS-র, টাকার অঙ্ক জানেন?
Electoral Bonds: শেষ ৬ আর্থিক বছরে নির্বাচনী বন্ডের ৫৭ শতাংশ টাকা বিজেপির তহবিলে, অনেক পেছনে কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in