কৃষি আইন বাতিলের দাবীতে দেশজুড়ে শুরু 'চাক্কা জ্যাম'
ছবি প্রতীকী

কৃষি আইন বাতিলের দাবীতে দেশজুড়ে শুরু 'চাক্কা জ্যাম'

রোহতকে চাক্কা জ্যামের সমর্থনে মহিলা সমিতি, এআইকেএস-এর মিছিল

জয়পুরে চাক্কা জ্যাম চলাকালীন অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হল রাস্তা

হরিয়ানার লান্ধাদি টোল প্লাজায় চাক্কা জ্যামের সমাবেশ

ছবি নভনীত বিরক-এর ট্যুইট সৌজন্যে

গঞ্জাম ওড়িশার ৬৫ নম্বর জাতীয় সড়কে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে চাক্কা জ্যাম

ছবি সৌজন্য জন জাগরণ অভিযান ট্যুইটার হ্যান্ডেল

পাঞ্জাবের ভাতিন্দায় চাক্কা জ্যাম

ছবি সৌজন্যে নিউজ ক্লিক ট্যুইটার হ্যান্ডেল

হাওড়া দানেশ শেখ লেনে চাক্কা জ্যামের সমর্থনে অবরোধ

ছবি - অসিত রক্ষিত

বিহারের বেগুসুরাইতে জাতীয় সড়ক ৩১অবরোধ

ছবি এআইকেএস-এর সৌজন্যে

রাজস্থানের এটাওয়াতে চাক্কা জ্যাম

ছবি এআইকেএস-এর সৌজন্যে

মুর্শিদাবাদের কান্দিতে চাক্কা জ্যাম

দিল্লিতে শহীদ পার্কে চাক্কা জ্যাম সংহতি কর্মসূচীতে যোগ দিয়ে আটক মহিলারা

চন্দ্রকোনা রোডে চারমাথায় 'চাক্কা জ্যাম' কর্মসূচি

সংযুক্ত কিসান মোর্চার ডাকে হরিয়ানার জিন্দে খটকড় টোল প্লাজায় চাক্কা জ্যাম

ছবি সংগৃহীত

লোসালে চলছে চাক্কা জ্যাম

পালওয়ালে চলছে চাক্কা জ্যাম

ছবি এআইকেএস-এর সৌজন্যে

সিঙ্ঘু সীমান্ত অঞ্চলে শান্তিপূর্ণভাবে চলছে চাক্কা জ্যাম

দেশের অন্যান্য প্রান্তের মত সিঙ্ঘু সীমান্তেও শান্তিপূর্ণভাবে চলছে চাক্কা জ্যাম। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদিন সকাল থেকেই ওই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সিঙ্ঘু সীমান্ত অঞ্চলে প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে ব্যারিকেড করে রাখা আছে। ন্যাশনাল হেরাল্ডের প্রতিবেদন অনুসারে ওই অঞ্চলে সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছে না।

রেওয়ারি আলওয়ার সীমান্তে চাক্কা জ্যাম

লুধিয়ানা জলন্ধর হাইওয়েতে শতদ্রু ব্রিজের কাছে চাক্কা জ্যাম। দীর্ঘ গাড়ির লাইন।

হরিয়ানার পিপলিতে চাক্কা জ্যাম

দিল্লি সিপিআই(এম) ট্যুইটারের সৌজন্যে

পিপলি ন্যাশনাল হাইওয়েতে এআইকেএস বিকেএস-এর ডাকে চাক্কা জ্যাম।

চাক্কা জ্যামের সমর্থনে জম্মু ও কাশ্মীরের পাঠানকোটে জম্মু পাঠানকোট হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন জম্মু কাশ্মীরের কৃষকরা। এদিন তাঁদের পক্ষ থেকে অবিলম্বে তিন কৃষি আইন বাতিলের দাবী জানানো হয়েছে।

গোয়ালিয়রে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং সবাইকে রাস্তায় নেমে ধর্নায় অংশ নেবার আহ্বান জানালেন। এদিন তিনি বলেন – যারা যারা কৃষি আইনের বিরোধিতা করছেন তাঁরা সবাই রাস্তায় নেমে আজকের ধর্নায় অংশ নিন।

শুধু পাঞ্জাবের কৃষকরাই আন্দোলন করছে ভেবে ভুল করছে কেন্দ্রীয় সরকার - হরসিমরত কাউর বাদল

শিরোমণি আকালি দলনেত্রী হরসিমরত কাউর বাদল জানালেন – কৃষক আন্দোলন শুধু পাঞ্জাবের কৃষকরাই করছে ভেবে ভুল করছে কেন্দ্রীয় সরকার। সারা দেশ কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। রাজ্যে রাজ্যে কৃষকরা অবস্থান করছেন। যদি এখনও কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে ভাবে শুধু পাঞ্জাবের কৃষকরাই আন্দোলন করছে তাহলে কারোর কিছু করার নেই।

হরিয়ানার ভিওয়ানিতে চাক্কা জ্যাম। মুন্ডল হাইওয়েতে বিরাট যানজট। ছেড়ে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবার গাড়ি।

শাহজাহানপুরের সীমান্ত অঞ্চলে রাজস্থান হরিয়ানা হাইওয়েতে অবরোধ।

কর্ণাটকে কৃষকদের ডাকা চাক্কা জ্যামে অংশ নেওয়া বিক্ষোভকারীদের আটক করলো কর্ণাটক পুলিশ।

অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবাকে চাক্কা জ্যাম থেকে বাদ রাখার নির্দেশ কিষাণ একতা মোর্চার

কিষাণ একতা মোর্চার পক্ষ থেকে এক ট্যুইট বার্তায় জানানো হল ১৫ মিনিট আগে চাক্কা জ্যাম শুরু হয়েছে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই চলছে চাক্কা জ্যাম কর্মসূচী। আন্দোলনকারীদের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার গাড়ি ছেড়ে দেবার নির্দেশ দেওয়া হয়েছে মোর্চার তরফে।

আগাম সতর্কতা হিসেবে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের মেট্রো বন্ধের নোটিশ

চাক্কা জ্যাম - আগাম সতর্কতা হিসেবে বন্ধ করা হল দিল্লি মেট্রোর একাধিক স্টেশনের গেট

কৃষি আইন বাতিলের দাবীতে আন্দোলনরত কৃষকদের ডাকা চাক্কা জ্যাম কর্মসূচির দিন প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে লাল কেল্লা, জামা মসজিদ, জনপথ এবং সেন্ট্রাল মেট্রো স্টেশনের গেট। এর আগে বন্ধ করা হয়েছিল মান্ডি হাউস, আইটিও, দিল্লি গেট, বিশ্ববিদ্যালয় স্টেশনের গেট।

কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবীতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে আজ দেশ জুড়ে তিন ঘণ্টার চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে। বেলা বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত রাজ্যে রাজ্যে এই ‘চাক্কা জ্যাম’ কর্মসূচির ঘোষণা করেছে বিভিন্ন কৃষক সংগঠন।

এদিনই দেশজুড়ে ‘চাক্কা জ্যাম’ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আন্দোলনরত কৃষকরা কোনোভাবেই যাতে দিল্লিতে না ঢুকতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে একাধিক জায়গায় তৈরি করা হয়েছে ব্যারিকেড। এছাড়াও হরিয়ানা পুলিশের পক্ষ থেকে চাক্কা জ্যামের সময় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in