রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি, এদিন মোদীর নতুন মন্ত্রিসভার ৭২ জন মন্ত্রীও শপথ গ্রহণ করেন। যার মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী এবং ৪১ জন প্রতিমন্ত্রী (পাঁচ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত-সহ)।মোদীর তৃতীয় মন্ত্রিসভায় কে সবথেকে ধনীতম সদস্য, যা নিয়ে শুরু হয়েছে চর্চা।
চলতি বছর এনডিএ জোট ২৯২ টি আসন পেলেও ২৪০ টি আসন পেয়েছে বিজেপি। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গড়তে মোদীকে ভরসা রাখতে হয়েছে শরীক দলগুলির উপর। এনডিএ-র মধ্যে অন্যতম অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি (টিডিপি)। যারা ১৬ টি আসন পেয়েছে।
যার মধ্যে দুজন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। টিডিপি নেতা কে রামমোহন নায়ডু হয়েছেন পূর্ণমন্ত্রী। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। এবং চন্দ্রশেখর পেম্মাসানি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। অন্ধ্রপ্রদেশের গুন্টু লোকসভা কেন্দ্র থেকে ওয়াইএসআরসিপি-র প্রার্থী কিলারি ভেঙ্কটা রোয়াইয়াকে প্রায় সাড়ে তিন লাখ ভোটে হারিয়েছেন। গ্রামোন্নয়ন এবং যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী চন্দ্রশেখর।
চন্দ্রশেখরই মোদীর নতুন মন্ত্রিসভার ধনীতম সদস্য। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর-এর দেওয়া দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ ৫,৭০০ কোটি টাকা। এডিআরের রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৮,৩৬০ জন প্রার্থী হয়েছিলেন, তাঁদের মধ্যেও সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে তাঁরই।
কে এই চন্দ্রশেখর? অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা তিনি। সেখানকার বুরিপালেম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ৪৮ বছর বয়সি চন্দ্রশেখর পেশায় চিকিৎসক। ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করেন চন্দ্রশেখর। তারপর বিদেশে চলে যান তিনি।
জন্স হপকিন্স ইউনিভার্সিটি এবং লিনাইল হাসপাতালে পাঁচ বছর মেডিকেল প্র্যাকটিস করেন তিনি। এ ছাড়াও ডাক্তারি পড়ুয়াদের পড়াতেন তিনি। পাশাপাশি ‘ইউ ওয়ার্ল্ড’ নামে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মও তৈরি করেছিলেন তিনি। বর্তমানে সেই সংস্থার সিইও চন্দ্রশেখর।
আমেরিকায় থাকাকালীন রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। তাঁর পরিবার বরাবরই চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি-র সমর্থক ছিল। ছিলেন টিডিপি এনআরআই সেলের সক্রিয় সদস্যও। ২০২০ সালে আমেরিকায় থাকাকালীন তরুণ উদ্যোক্তা হিসাবে ‘আর্নস্ট অ্যান্ড ইয়ং’ পুরস্কার জেতেন তিনি। পাশাপাশি, প্রতিষ্ঠা করেছেন পেন্নাসানি ফাউন্ডেশন। বিভিন্ন স্বাস্থ্যশিবির আয়োজন করে এই ফাউন্ডেশন। শুধু তা-ই নয়, গ্রামে গ্রামে পানীয় জল সরবরাহের কাজও করে তারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন