কুম্ভমেলা নিয়ে এবার বিবাদ বেঁধে গেল সাধুদের বিভিন্ন আখড়ার মধ্যে। দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়ে যাবার কারণে গতকালই নিরঞ্জনি আখড়ার সম্পাদক রবীন্দ্র পুরি জানিয়েছিলেন – মেষ সংক্রান্তির দিন প্রধান শাহী স্নান হয়ে গেছে গত ১৪ এপ্রিল। আমাদের আখড়ার অনেক সাধুরই দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এই অবস্থায় আমাদের আখড়ার জন্য এবারের মত কুম্ভমেলা শেষ। আমরা কাল থেকেই মেলা থেকে ফেরা শুরু করে দেব।
বিবাদ বাধে এর পরেই। নিরঞ্জনি আখড়ার এই বক্তব্যের তীব্র বিরোধিতা ধেয়ে আসে অন্যান্য আখড়া থেকে। নির্বাণি আনি আখড়ার সভাপতি মহন্ত ধর্মদাস এর উত্তরে বলেন – একমাত্র মেলা আধিকারিক অথবা মুখ্যমন্ত্রীই মেলার সমাপ্তি ঘোষণা করতে পারেন। এভাবে কুম্ভ মেলার সমাপ্তি ঘোষণা করে নিরঞ্জনি আখড়া গুরুতর অপরাধ করেছে। তাদের এই মন্তব্যে অন্য আখড়ার সাধুদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এই কাজের জন্য নিরঞ্জনি আখড়াকে ক্ষমা চাইতে হবে আখড়া পরিষদের কাছে।
অন্যদিকে বড়া উদাসীন আখড়ার প্রধান মহন্ত মহেশ্বর দাস বলেন – আখড়া পরিষদের বৈঠক ছাড়া এভাবে কুম্ভ মেলার সমাপ্তি ঘোষণা করা যায় না। নিরঞ্জনি আখড়া তাদের ঘোষণার আগে আখড়া পরিষদে কোনো আলোচনা করেনি। কুম্ভ মেলা নির্ধারিত সূচি মেনে ২৭ এপ্রিলেই শেষ হবে।
যদিও যে বিষয় নিয়ে এত বিবাদ সেই বিষয়ে নিরঞ্জনি আখড়ার বক্তব্য খুবই স্পষ্ট। এই বিষয়ে নিরঞ্জনি আখড়ার সম্পাদক জানান – আমরা কুম্ভ মেলা শেষ এরকম কোনো কথা বলিনি। দেশের কোভিড জনিত কারণে নিরঞ্জনি আখড়ার কুম্ভ মেলা থেকে চলে যাবে বলেই জানানো হয়েছে। আখড়ার কোনো সদস্য আগামী ২৭ এপ্রিল পরবর্তী শাহী স্নানের জন্য ইচ্ছুক থাকলে তিনি ব্যক্তিগত ভাবে এসে ওইদিন স্নান করে যেতে পারেন।
উল্লেখ্য এখনও পর্যন্ত গত পাঁচদিনের র্যান্ডম টেস্টে কুম্ভ মেলা সংলগ্ন অঞ্চলে ২ হাজারের বেশি সাধুর করোনা সংক্রমণ ধরা পড়েছে। এবারের কুম্ভ মেলায় অংশ নিচ্ছে ১৩টি আখড়া। গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া কুম্ভ মেলা চলার কথা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন