বাবা সিপিআইএম দলের সর্বক্ষণের সঙ্গী। ছেলে উদয়ন প্রসাদ ওরফে ‘লেনিন’ মাধ্যমিকে তৃতীয় হয়েছেন। ‘লেনিন’-এর স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করা। উদয়নের সেই স্বপ্ন পূরণে তাঁর পাশে দাঁড়াল সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নির্দেশে জেলা সিপিআইএম নেতৃত্ব উদয়ন প্রসাদের আগামী দিনের উচ্চশিক্ষার সমস্ত আর্থিক ভার গ্রহণ করার কথা ঘোষণা করেছে।
পরীক্ষার ৮০ দিনের মাথায় বৃহস্পতিবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এবারে প্রথম দশে রয়েছেন ৫৭ জন। ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনজন। তার মধ্যে একজন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ। অত্যন্ত গরীব পরিবারের উদয়নের স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করা। পাশাপাশি, সামাজিক বিভিন্ন বিষয়েও বেশ সচেতন উদয়ন।
উদয়ন নিজেই সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন তাঁর বাবা সিপিআইএমের সর্বক্ষণের সঙ্গী। মা সংসার সামলান। সংসারে অভাব আছে। কিন্তু তাঁর পড়াশোনাতে কোনোদিনও প্রভাব পড়েনি। বাকিদের মতো তাঁরও স্বপ্ন একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার। প্রত্যেক বাবা-মায়ের মতোই ছেলের স্বপ্ন স্বার্থক করতে চান তাঁর বাবা-মা। তাই তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এল দল।
ফল প্রকাশের পর শুক্রবার দক্ষিণ দিনাজপুরের জেলা দলীয় কার্যালয়ে বাবার সঙ্গে যান উদয়ন। দল থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে ঘোষণা করা হয় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নির্দেশে জেলা সিপিআইএম নেতৃত্ব উদয়ন প্রসাদের আগামী দিনের উচ্চশিক্ষার সমস্ত আর্থিক ভার গ্রহণ করবে।
ছেলের স্বপ্ন পূরণে দলকে পাশে পেয়ে খুশি গোটা পরিবার। উদয়ন প্রসাদ এবং তার বাবা পিতা উমেশ প্রসাদ উচ্ছ্বসিত। জানালেন, তার একার পক্ষে ছেলের ডাক্তারি পড়ার স্বপ্ন সফল করা সম্ভব হয়ে উঠতো না যদি না দল পাশে দাঁড়াত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন