জিন্দাল বিরোধী এবং পস্কো বিরোধী আন্দোলনের মুখপাত্র প্রশান্ত পাইক্রের মতে, ওড়িশা পুলিশ ঝিনকিয়া গ্রামে একটি যুদ্ধ-ক্ষেত্র তৈরি করেছে। যদিও গ্রামবাসীরা সতর্ক আছেন। পাইক্রে জানিয়েছেন, বহু পরিবার এখনও পুলিশি হয়রানির শিকার হচ্ছেন।
সবরং ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, শুক্রবার, ১৯ জনের মতো সমাজকর্মী এবং গ্রামবাসীকে বেআইনিভাবে বৃক্ষরোপণ ধ্বংস করার প্রতিবাদ জানানোর জন্য পুলিশ গ্রেপ্তার করেছে। অথচ এটাই এখানকার মানুষের জীবিকার একমাত্র উপায়। গত ১৪ জানুয়ারী, মানবাধিকার কর্মী নরেন্দ্র মোহান্তি, দেবেন্দ্র সোয়াইন এবং মুরলিধর সাহু সহ ৬-৭ জনকে প্রশাসনিক অত্যাচার সংক্রান্ত একটি সত্য-অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরপরই গ্রেফতার করা হয়। তারপর থেকে তাঁরা জেলে রয়েছেন এবং সোয়াইন জেল হেফাজতে কঠোর নির্যাতনের কথা জানিয়েছেন। পাইক্রের মতে, সোয়াইন দুটি দাঁত হারিয়েছে এবং পিঠে আঘাত পেয়েছে।
পাইক্রে জানিয়েছেন, “তাঁর মা এফআইআর দায়ের করতে চলেছেন। নরেন্দ্র মোহান্তি কয়েক মাস পরে মুক্তি পেতে পারেন। কারণ তার বিরুদ্ধে এত মামলা নেই। তবে, দেবেন্দ্রের বিরুদ্ধে পুলিশ একাধি অভিযোগ দায়ের করেছে।”
গতকাল শুক্রবার, প্রায় ১৩ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব বিক্ষোভকারীদের মুক্তির বিষয়ে কথা বলতে পুলিশের সঙ্গে সাক্ষাত করেন। গ্রামবাসীদের জন্য প্রধান উদ্বেগের বিষয় হল পুলিশি হিংসা এবং তাদের জমি JSW উৎকল স্টিল লিমিটেড (JUSL)-কে উন্নয়ন প্রকল্পের জন্য হস্তান্তরের প্রচেষ্টা।
গ্রামবাসীদের দাবি, পুলিশ প্রতিদিন তাদের কাছে আসছে, এবং বাড়ি এবং গাছপালা ভেঙে দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করতে বলছে। পুলিশের ভয়ে বেশিরভাগ পুরুষ গ্রেপ্তারের এড়াতে আত্মগোপন করেছেন। মোকাবিলা করার জন্য মহিলারাই এলাকায় আছেন। যদিও মহিলারা নথিতে স্বাক্ষর করতে অস্বীকার করে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছে।
পাইক্রের মতে, “এটা নিপীড়ন। ৪০০ টিরও বেশি জমির দাবি নিয়ে এখনও মীমাংসা হয়নি। কিন্তু তবুও জিন্দালকে আনা হয়েছে এবং স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আন্দোলন ভেঙে দেবার জন্য ইচ্ছাকৃতভাবে আর্থিক হয়রানি করা হচ্ছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন যে সমস্ত প্রতিবেশী গ্রাম এবং তাদের বাসিন্দারা যখনই এই অঞ্চলের বাইরে যেতে চাইছেন তাদের আধার কার্ড দেখাতে বাধ্য হচ্ছেন।
গ্রামবাসীরা তাদের বন ও সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন এবং এইভাবে লাঠিচার্জের মুখেও দৃঢ়ভাবে রুখে দাঁড়াচ্ছে। আন্দোলনের সদস্যরা উল্লেখ করেছেন যে কোম্পানির পরিবেশগত ছাড়পত্র নেই।
সৌজন্যে - সবরঙ্গ ইন্ডিয়া
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন