Environment: সমুদ্রে জলস্তর বৃদ্ধির জেরে বিপদের আশঙ্কা বাড়ছে তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের

People's Reporter: রিপোর্ট অনুসারে, জলস্তর দ্রুত বেড়ে চলায় তীরবর্তী অঞ্চলের মানুষদের ঘনঘন বন্যার মুখোমুখি হতে হচ্ছে। শেষ ৩০০০ বছরের অনুপাতে গত শতাব্দীতে সমুদ্রের জলস্তর সর্বাধিক দ্রুততায় বেড়েছে।
Environment: সমুদ্রে জলস্তর বৃদ্ধির জেরে বিপদের আশঙ্কা বাড়ছে তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের
প্রতীকী ছবি
Published on

বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষের বিপদ ক্রমশ ঘনিয়ে আসছে। সাম্প্রতিক এক সমীক্ষা রিপোর্ট অনুসারে, সমুদ্রে জলস্তর দ্রুত বেড়ে চলায় এইসব অঞ্চলের মানুষদের ঘনঘন বন্যা, ঝড়ের মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে সমুদ্র তীরবর্তী নিচু অঞ্চলের বসবাসকারীদের বিপদ বাড়ছে। সমীক্ষা অনুসারে, শেষ ৩০০০ বছরের অনুপাতে গত শতাব্দীতে সমুদ্রের জলস্তর সর্বাধিক দ্রুততায় বেড়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুটারেস।

জলবায়ু সংকটের ফলে ২১০০ সালের মধ্যে ৪১ কোটিরও বেশি মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঝুঁকিতে পড়তে পারে। গত এক দশকে বিশ্বব্যাপী সমুদ্রের জলস্তর ইতিমধ্যে ১০ সেন্টিমিটারেরও বেশি বেড়েছে।

এই প্রথম, রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ এই বিষয়ে এক উচ্চ-স্তরের সপ্তাহ পালন করেছে। ২৫ সেপ্টেম্বর সমুদ্র-স্তরের বৃদ্ধির উপর এক সভায় আলোচনা হয়। সমষ্টিগতভাবে, এই আলোচনায় সমুদ্রের জলস্তর বৃদ্ধির আইনি, আর্থিক, আর্থ-সামাজিক এবং বৈজ্ঞানিক দিকগুলি এবং এর ফলে জীবিকা, অভিযোজনগত বিষয়গুলি উঠে এসেছে।

রাষ্ট্রসংঘের প্রধান গুটারেস এই আলোচনায় জানিয়েছেন, এর ফলে মানুষ জলে আটকে পড়ছেন, পানীয় জল দূষিত হয়ে পড়ছে, ফসল নষ্ট হচ্ছে, জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি হচ্ছে পর্যটন, কৃষি, মৎস্য ব্যবসার। সমুদ্রের জল বেড়ে চলার অর্থ ক্রমশ দুর্দশার দিকে এগিয়ে চলা।

তিনি আরও বলেন, পৃথিবীর প্রতি ১০ জন মানুষের ১ জন সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করেন। বিশেষ করে বাংলাদেশ, চিন, ভারত, নেদারল্যান্ড এবং পাকিস্তানের মানুষদের ঝুঁকি ক্রমশ বাড়ছে। এছাড়াও ব্যাঙ্কক, বুয়েনস এয়ারস, লাগোস, লন্ডন, মুম্বাই, নিউ ইয়রক, সাংহাই-এর মানুষরাও যথেষ্ট ঝুঁকির মুখে পড়ছে। কারণ সমুদ্র এখন তার জলস্তরের ওপর দিয়ে বইছে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলিতেও অর্থনৈতিক কার্যক্ষমতা, এমনকি অস্তিত্ব রক্ষাও ক্রমবর্ধমান ঝুঁকির সম্মুখীন। নিচু ভূমি এলাকা সহ ছোটো ছোটো দ্বীপগুলি সবচেয়ে গুরুতর ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে। সমুদ্রে জলস্তরের উচ্চতা বৃদ্ধি এবং অন্যান্য জলবায়ুর প্রভাবে ইতিমধ্যেই ফিজি, ভানুয়াতু এবং সলোমন দ্বীপপুঞ্জের মতো প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির মানুষজন অন্যত্র বাসস্থান সরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন৷

সমীক্ষা বলছে, ২১০০ সালের মধ্যে মালদ্বীপ, টুভালু এবং মার্শাল আইল্যান্ড, নাউরু, কিরিবাতির মত দ্বীপগুলি সম্পূর্ণ ডুবে যাবে এবং এইসব অঞ্চলের ৬ লক্ষের বেশি মানুষ পরিবেশের কারণে উদ্বাস্তুতে পরিণত হবে।

সমুদ্রের জলস্তর বৃদ্ধি প্রসঙ্গে নাসা সম্প্রতি জানিয়েছে, বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। সমুদ্রে জলস্তর বেড়েছে ১৬০ থেকে ২১০ মিলিমিটার বা ৬ থেকে ৮ ইঞ্চি। এই বৃদ্ধির গতি বেড়েছে ১৯৯৩ সালের পর থেকে।

ওয়ার্ল্ড মেটরোলজিক্যাল অর্গানাইজেশন জানিয়েছে, গত বছর সমুদ্রে জলস্তরের উচ্চতা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রসংঘের তথ্য অনুসারে, গত দশকের তুলনায় বর্তমান দশকে এই বৃদ্ধির হার দ্বিগুণেরও বেশি।

Environment: সমুদ্রে জলস্তর বৃদ্ধির জেরে বিপদের আশঙ্কা বাড়ছে তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের
Lakshadweep: বাড়ছে জলস্তর, আগামী ৩০ বছরে জলের তলায় যেতে পারে ১০টি দ্বীপ - IIT-র সমীক্ষা
Environment: সমুদ্রে জলস্তর বৃদ্ধির জেরে বিপদের আশঙ্কা বাড়ছে তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের
আগামী ১০ বছরের মধ্যে কলকাতা সহ অন্যান্য উপকূলবর্তী মেট্রো সিটি ডুববে জলের তলায় - রিপোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in