Electoral Bonds: শেষ ৬ আর্থিক বছরে নির্বাচনী বন্ডের ৫৭ শতাংশ টাকা বিজেপির তহবিলে, অনেক পেছনে কংগ্রেস

People's Reporter: ২০১৬-১৭ এবং ২০২১-২২ এর মধ্যে, গত বছরের পাওয়া তথ্য অনুসারে, ৭টি জাতীয় দল এবং ২৪টি আঞ্চলিক দল নির্বাচনী বন্ডের মাধ্যমে মোট ৯,১৮৮.৩৫ কোটি টাকা অনুদান পেয়েছে।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

নির্বাচনী বন্ডের মাধ্যমে ২০২১-২২ সাল পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল অনুদান পেয়েছে মোট ৯,১৮৮ কোটি টাকারও বেশি। যার মধ্যে ADR (অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস)-এর তথ্য অনুসারে, বিজেপি এককভাবে এই অনুদানের ৫৭ শতাংশ পেয়েছে। কংগ্রেস পেয়েছে ১০ শতাংশের কিছু বেশি।

২০১৬-১৭ এবং ২০২১-২২ এর মধ্যে, গত বছরের পাওয়া তথ্য অনুসারে, সাতটি জাতীয় দল এবং ২৪টি আঞ্চলিক দল নির্বাচনী বন্ডের মাধ্যমে মোট ৯,১৮৮.৩৫ কোটি টাকা অনুদান পেয়েছে।

যার মধ্যে বিজেপি পেয়েছে ৫,২৭২ কোটি টাকা এবং কংগ্রেস পেয়েছে ৯৫২ কোটি টাকা। বাকি অনুদান গেছে অন্যান্য রাজনৈতিক দলের কাছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বিভিন্ন রাজনৈতিক দলের তহবিলের জন্য নির্বাচনী বন্ড প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ করে করা একাধিক আবেদনের শুনানি শুরু করেছে।

নির্বাচন পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা এডিআর-এর মতে, জাতীয় দলগুলির ক্ষেত্রে নির্বাচনী বন্ডের অনুদান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যে বৃদ্ধির হার ২০১৭-১৮ থেকে ২০২১-২২-এর মধ্যে ৭৪৩ শতাংশ।

অন্যদিকে, একই সময়ে জাতীয় দলগুলিতে কর্পোরেট অনুদান মাত্র ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছে এডিআর।

রাজ্যভিত্তিক দলগুলির ক্ষেত্রেও দেখা গেছে অধিকাংশ দলই তাদের অনুদানের এক বড়ো অংশ নির্বাচনী বন্ডের মাধ্যমে পেয়েছে৷

প্রসঙ্গত ২০১৭ সালে একটি ফিনান্স বিলের মাধ্যমে চালু করা হয়েছিল নির্বাচনী বন্ড প্রকল্প এবং ২০১৮ সালে তা প্রয়োগ করা হয়।

নির্বাচনী বন্ডের ক্ষেত্রে দাতার পরিচয় গোপন রাখা হয় এবং বিভিন্ন রেজিস্ট্রিকৃত রাজনৈতিক দলগুলিতে অনুদান দেওয়ার জন্য ব্যক্তি এবং সংস্থাগুলির ক্ষেত্রে এক সহজ উপায় হিসাবে বিবেচিত হয়৷

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ১ হাজার, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ এবং ১ কোটি টাকা মূল্যের বন্ডগুলি ইস্যু করে৷

এই বছরের জুলাইয়ে, এডিআর জানিয়েছিল, ২০১৬-১৭ থেকে ২০২১-২২ এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল যা অনুদান পেয়েছে তার অর্ধেকের বেশি নির্বাচনী বন্ডের মাধ্যমে এবং বেশিরভাগটাই গেছে বিজেপির তহবিলে।

এডিআর আরও জানিয়েছে, ২০১৬-১৭ থেকে ২০২১-২২-এর মধ্যে ৭টি জাতীয় দল এবং ২৪টি আঞ্চলিক দল প্রায় ১৬,৪৩৭ কোটি টাকার অনুদান পেয়েছে। যার মধ্যে, ৯,১৮৮.৩৫ কোটি টাকা বা প্রায় ৫৬ শতাংশ এসেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে।

ছবি - প্রতীকী
ADR: দেশের ৪০ শতাংশ সাংসদের নামেই রয়েছে খুন, ধর্ষণের মতো অপরাধমূলক মামলা, বলছে ADR রিপোর্ট
ছবি - প্রতীকী
ADR: ৮ জাতীয় রাজনৈতিক দলের মধ্যে সর্বাধিক সম্পদ BJP-র, ১ বছরে তৃণমূলের সম্পদ বেড়েছে প্রায় ১৫২ গুণ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in