Elon Musk: ধনকুবের এলন মাস্কের প্রতি সেকেন্ডের আয় কত জানেন?

People's Reporter: ফিনবোল্ড নামক একটি সংস্থা ধনকুবেরদের নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে। যার মধ্যে আছেন এলন মাস্কও।
এলন মাস্ক
এলন মাস্কছবি - এলন মাস্কের এক্স হ্যান্ডেল
Published on

ধনকুবের এলন মাস্কের প্রতি মিনিটে আয় কত জানেন? ৬,৮৮৭ ডলার। প্রতি ঘন্টায় মাস্ক উপার্জন করেন ৪১৩,২২০ ডলার, প্রতিদিন ৯,৯১৭,২৮০ এবং প্রতি সপ্তাহে ৬৯,৪২০,৯৬০ ডলার। বৃহস্পতিবারই এই তথ্য প্রকাশ্যে এসেছে।

ফিনবোল্ড নামক একটি সংস্থা ধনকুবেরদের নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে। যার মধ্যে আছেন এলন মাস্কও। ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ১৯৮.৯ বিলিয়ন ডলার।

মাস্কের সম্পত্তির হিসাব করা হয়েছে তাঁর বিভিন্ন কোম্পানির মালিকানার শেয়ারের ওপর ভিত্তি করে। যার মধ্যে আছে টেসলার ২০.৫ শতাংশ, স্টারলিঙ্কের ৫৪ শতাংশ, স্পেসএক্স-র ৪২ শতাংশ, এক্স-র আনুমানিক ৭৪ শতাংশ, বোরিং কোম্পানির ৯০ শতাংশ, xAI-র ২৫ শতাংশ এবং নিউরালিং-র ৫০ শতাংশের বেশি শেয়ার।

রিপোর্ট মারফত জানা যাচ্ছে, মাস্কের প্রতি সেকেন্ডের আয় আনুমানিক ১১৪.৮০ ডলার। প্রতি মিনিটে ৬,৮৮৭ ডলার, প্রতিঘন্টায় ৪১৩,২২০ ডলার, প্রতিদিন ৯,৯১৭,২৮০ এবং প্রতি সপ্তাহে ৬৯,৪২০,৯৬০ ডলার।

ওই রিপোর্টে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় মাস্ক আছেন দ্বিতীয় স্থানে। তারপরেও তাঁর আর্থিক উপার্জন চোখে পড়ার মতো। রিপোর্টে বলা হয়েছে, গত বছর থেকে মূল সম্পদের ঘাটতি হওয়া সত্ত্বেও তিনি বিশ্বের দু'নম্বর স্থানে রয়েছেন। মূলত তাঁর একাধিক উদ্যোগের কারণে তিনি সাফল্য পেয়েছেন।

রিপোর্টে আরও বলা হয়েছে, টেসলার বৈদ্যুতিন উৎপাদন, স্পেস এক্সের মাধ্যমে মহাকাশকে আরও জানার বিভিন্ন প্রচেষ্টার উদ্যোগই বিশ্বমঞ্চে মাস্ককে অন্য মাত্রায় নিয়ে গেছে।

এই তালিকায় প্রথমে আছেন LVMH-র বার্নড আরনল্ট। তাঁর সম্পত্তির পরিমাণ ২১৯.১ বিলিয়ন ডলার। মাস্কের পরেই আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। তাঁর সম্পত্তির পরিমাণ ১৯২.৫ বিলিয়ন ডলার। তারপরে আছেন মেটার প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকারবার্গ। সম্পত্তির পরিমাণ ১৬৬.৬ বিলিয়ন ডলার।

এলন মাস্ক
Farmers Protest: আন্দোলনের ৩য় দিন - স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে পাঞ্জাবে বহু অঞ্চলে বন্ধ ইন্টারনেট
এলন মাস্ক
Mamata Banerjee: ২১ ফেব্রুয়ারি নয়, ১০০ দিনের কাজের টাকা দেওয়ার জন্য আরও সময় চাইলেন মুখ্যমন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in