G-7: ‘সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে’ - মোদীকে পাশে নিয়ে ঘোষণা জি-৭ গোষ্ঠীর

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'অনলাইন এবং অফলাইনে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে আমরা সংকল্পবদ্ধ। মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যম নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।
জার্মানিতে জি-৭ শীর্ষ সম্মেলন
জার্মানিতে জি-৭ শীর্ষ সম্মেলনছবি - PIB India
Published on

ভিন্নমত, বাক্‌স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে আবারও সওয়াল করেছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতারা । সোমবার, জার্মানির জি-৭ শীর্ষ সম্মেলনের এক বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। জি-৭ গোষ্ঠীসহ অন্যান্য দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গণতন্ত্রের নীতি ও মূল্যবোধ এগিয়ে নিয়ে যেতে প্রতিটি দেশ আইনের শাসন প্রতিষ্ঠার কথা স্বীকার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমরা এই নীতিগুলি রক্ষা করতে প্রস্তুত। অনলাইন এবং অফলাইনে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে আমরা সংকল্পবদ্ধ। মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যম নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। বিশ্বব্যাপী উন্মুক্ত, স্বনির্ভর, আন্তর্জাতিকভাবে নির্ভরযোগ্য এবং সুরক্ষিত গণমাধ্যম ববস্থা গড়ে তোলার জন্য- সাইবার সিকিউরিটির (সুরক্ষা) প্রতি আরও নজর দিতে হবে। এছাড়া সাইবার হুমকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে হবে।'

জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য জার্মানিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনে যোগ দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে পাশে নিয়ে 'সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে' ঘোষণা দিলেন বিশ্বের সাতটি শীর্ষ দেশের নেতারা।

একইসঙ্গে, জি-৭ সম্মেলনে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, খাদ্য নিরাপত্তা এবং সন্ত্রাস দমন-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন রাষ্ট্রনেতারা।

বিবৃতিতে বলা হয়েছে,'শান্তি, মানবাধিকার, আইনের শাসন, জননিরাপত্তা এবং লিঙ্গ-সমতা রক্ষার প্রতি আমরা আমাদের অঙ্গীকারে অটল আছি, যেগুলি রাষ্ট্রসংঘের সনদ সহ আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত। এই উদ্যোগে আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য আন্তর্জাতিক অংশীদারদের আহ্বান জানানো হচ্ছে।'

জার্মানিতে জি-৭ শীর্ষ সম্মেলন
G7 বৈঠকে প্রধানমন্ত্রী যে বাকস্বাধীনতার বাণী দিয়েছেন, তা সরকারি নীতিতে দেখা যায় না: এডিটর্স গিল্ড

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in