বিশ্বে প্রতিদিন জলে ডুবে মারা যান ৩৫০ জন। এমন তথ্যই উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র একটি সমীক্ষায়।
২৫ জুলাই 'World Drowning Prevention Day'। এদিন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে একটি সমীক্ষার তথ্য প্রকাশ্যে এনেছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ডিরেক্টর সাইমা ওয়াজেদ এই পরিসংখ্যানের কথা জানিয়েছেন।
সমীক্ষায় দেখা গেছে প্রতি ঘন্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে জলে ডুবে। প্রতিদিন ৩৫০ জন এবং বছরে ২ লক্ষ ৩৬ হাজার মানুষ মারা যাচ্ছে জলে ডোবার কারণে। যার মধ্যে ১ থেকে ১৪ বছর বয়সি নাবালকের সংখ্যা ৮২ হাজার।
সাইমা ওয়াজেদ জানান, '২০১৯ সালে দক্ষিণ-পূর্ব এশিয়াতে ৭০,০৩৪ জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র জলে ডুবে যাওয়ার কারণে। এই মৃত্যু অত্যন্ত নীরবে হয়। কেউ বুঝে ওঠার আগেই মানুষ জলের মধ্যে তলিয়ে যায়। আশেপাশের লোক জানতে পারার আগেই মৃত্যু হয়ে যায়'।
তিনি আরও বলেন, এই ঘটনাগুলি বেশিরভাগই ঘটেছে মৃত ব্যক্তির বাড়ির কাছেই। আশেপাশের জলাশয়, নদীতে ডুবে মৃত্যু হয়। মূলত সতর্কতার অভাবেই দুর্ঘটনাগুলি ঘটে। আমাদের উচিত আরও সচেতন হওয়া। এর জন্য স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসা উচিত। তাদের উচিত জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। জলাশয়ের চারিদিকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাহলেই এই মৃত্যু ঠেকানো যেতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন