বাড়িতে বসেই পেয়ে যাবেন ভিন রাজ্যের চাল! অসাধারণ উদ্যোগ রাইস ভিলা ইন্ডাস্ট্রির

People's Reporter: ওই অনুষ্ঠানে একটি অ্যানিমেশন ছবির মাধ্যমে কৃষি ক্ষেত্রে স্মার্ট টেকনোলজির প্রয়োজনীয়তা বিষয়ে একটি প্রিমিয়ার শো দেখানো হয়।
বাড়িতে বসেই পেয়ে যাবেন ভিন রাজ্যের চাল! অসাধারণ উদ্যোগ রাইস ভিলা ইন্ডাস্ট্রির
ছবি - প্রতীকী
Published on

ভারতের এক রাজ্যের উৎপাদিত চাল অন্য রাজ্যে এবার সহজেই পৌঁছে দেওয়া যাবে। এমনই উদ্যোগ নিয়েছে রাইস ভিলা ইন্ডাস্ট্রি। সংস্থার সিইও সুরজ আগরওয়াল জানান, কেউ বাংলার বাইরে বসে থেকে তুলাইপাঞ্জি চাল চাইলে স্থানীয় এলাকায় তা পাবেন না।

রাইস ভিলা ইন্ডাস্ট্রি দেশের বিভিন্ন রাজ্যের ৪০টির বেশি ধরনের চাল রাইস ভিলা ব্র্যান্ডের অন্তর্ভুক্ত করেছে। এর ফলে বাংলায় বসে যে কেউ রাইস ভিলা ইন্ডাস্ট্রির মাধ্যমে পাঞ্জাবের উৎপাদিত চাল কিনতে পারবেন অথবা দক্ষিণ ভারতে থেকে কেউ বাংলার উৎপন্ন চাল সহজেই পেতে পারবেন।

তিনি আরও বলেন, সেই লক্ষ্যে ফ্লিপকার্ট, অ্যামাজন সহ দেশের প্রতিটি অনলাইন ও অফলাইন সংস্থার সঙ্গে রাইস ভিলা ইন্ডাস্ট্রিকে যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়েছে অষ্টম রাইস ভিলা উৎসব। এবারের উৎসবের থিম ছিল স্মার্টিফাইং অ্যাগ্রি প্রোডাক্টস। আগরওয়াল বলেন, কৃষিক্ষেত্রে উৎপাদনের উন্নতির জন্য প্রযুক্তির উন্নয়ন প্রয়োজন। সে বিষয়ে রাইস ভিলা ইন্ডাস্ট্রি যেসব উদ্যোগ নিয়েছে সে সম্পর্কে কৃষক ও কৃষির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সচেতন করতে রাইস ওম্যান নামে একজন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নিয়োগ করা হয়েছে।

ওই অনুষ্ঠানে একটি অ্যানিমেশন ছবির মাধ্যমে কৃষি ক্ষেত্রে স্মার্ট টেকনোলজির প্রয়োজনীয়তা বিষয়ে একটি প্রিমিয়ার শো দেখানো হয়। অনুষ্ঠানে ফ্লিপকার্ট, রিলায়েন্স মার্ট, জিও মার্ট, জোম্যাটো সহ ২৮টি বিভাগে সেরা চ্যানেল পার্টনারদের পুরস্কৃত করা হয়।

বাড়িতে বসেই পেয়ে যাবেন ভিন রাজ্যের চাল! অসাধারণ উদ্যোগ রাইস ভিলা ইন্ডাস্ট্রির
সম্পত্তি বৃদ্ধির নিরিখে ছাপিয়ে গেলেন আম্বানি-আদানিকে, এবারও দেশের ধনীতম মহিলা সাবিত্রী জিন্দাল
বাড়িতে বসেই পেয়ে যাবেন ভিন রাজ্যের চাল! অসাধারণ উদ্যোগ রাইস ভিলা ইন্ডাস্ট্রির
Kolkata Metro: রবিবার টেট, পরীক্ষার্থীদের কথা ভেবে চলবে বাড়তি মেট্রো, জানুন সময়সূচি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in