গ্যারান্টিযুক্ত ন্যূনতম সহায়ক মূল্য আইন, ঋণ মকুব এবং কৃষকদের জন্য পেনশনের দাবিতে ফের রাস্তায় নামার সিদ্ধান্ত নিল সংযুক্ত কিষাণ মোর্চা। ভারতের বিভিন্ন কৃষক সংগঠনের বৃহত্তম মঞ্চ এসকেএম বৃহস্পতিবার আবারও আন্দোলনে নামার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
কৃষক আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব এবং এআইকেএস নেতা হান্নান মোল্লা জোর দিয়ে বলেন, এসকেএম বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রচার করবে। তিনি বলেন, “আমরা বিজেপির মুখোশ খুলে দেব এবং বিজেপির বিরোধিতা করব।” তিনি আরও বলেন, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র জুড়ে ৩৮টি গ্রামীণ আসনে বিজেপিকে পরাজিত করতে সহায়ক ভূমিকা পালন করেছে কৃষকদের আন্দোলন।
AIKS নেতা মোল্লা আরও বলেন, এসকেএম তাদের দাবি সনদের সমর্থনে ভারত ছাড়ো আন্দোলনের দিন দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে "কর্পোরেটস ভারত ছাড়ো দিবস" হিসাবে পালন করবে। এছাড়াও প্রচারাভিযান থেকে ভারতকে বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বেরিয়ে আসা এবং কৃষি উৎপাদন ও বাণিজ্যে বহুজাতিক সংস্থাকে প্রত্যাখ্যান করার উপর জোর দেবে।
বৃহস্পতিবার দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে এসকেএম নেতৃত্ব একথা জানান। এসকেএম জানিয়েছে, আন্দোলনের অংশ হিসেবে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সদস্যদের কাছে একটি দাবিসনদ পেশ করা হবে।
এসকেএম নেতৃত্ব জানিয়েছেন, “ভারত সরকারের কৃষি বিভাগের সচিব দ্বারা স্বাক্ষরিত ৯ ডিসেম্বর ২০২১ তারিখে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের দাবিতে এবং কৃষকদের জীবিকাকে প্রভাবিত করে এমন অন্যান্য মূল দাবিতে আন্দোলন পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এসকেএম।"
আগামী ১৬ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে সরাসরি সাংসদদের কাছে দাবিসনদ জমা দেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি এসকেএম-এর দাবি এনডিএ সরকারকে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সাংসদদের তৎপর হতে হবে।
সাংবাদিক সম্মেলনে এসকেএম নেতৃত্ব জানিয়েছেন, সংগঠনের পক্ষ প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার কাছে সাক্ষাতের জন্য সময় চাওয়া হবে এবং তাঁদের কাছেও দাবিসনদ জমা দেওয়া হবে।
এসকেএম কর্তৃক গৃহীত দাবী সনদে বলা হয়েছে -
১। সমস্ত ফসলের জন্য গ্যারান্টিযুক্ত ক্রয় সহ আইনত MSP@C2+50 শতাংশ গ্যারান্টিযুক্ত করতে হবে।
২। কৃষক ও কৃষি শ্রমিকদের ঋণ থেকে মুক্ত করতে এবং কৃষকের আত্মহত্যা বন্ধ করতে ঋণ মকুব করতে হবে।
৩। বিদ্যুৎ খাতের বেসরকারীকরণ নয়, প্রিপেইড স্মার্ট মিটার বসানো চলবে না।
৪। পাবলিক সেক্টরের অধীনে সমস্ত শস্য এবং পশুপালনের জন্য ব্যাপক বীমার ব্যবস্থা, কৃষক বিরোধী এবং কর্পোরেট বান্ধব PMFBY স্কিম বাতিল করতে হবে।
৫। সমস্ত কৃষক এবং কৃষি শ্রমিকদের প্রতি মাসে দশ হাজার টাকা পেনশন দিতে হবে।
৬। জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং পুনর্বাসন আইন ২০১৩ কার্যকর করা, ভারত জুড়ে প্রতি বিকল্প বছরে জমির বৃত্তের হার সংশোধিত করা, জনসাধারণের পাশাপাশি বেসরকারী খাতের প্রকল্পগুলির জন্য অবৈধ অধিগ্রহণের কারণে যারা জমি হারিয়েছে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং অধিগ্রহণ বন্ধ করতে হবে। পুনর্বাসন এবং পূর্ব পুনর্বাসন ছাড়াই বস্তি ও বসতি ধ্বংসের বুলডোজার রাজের অবসান ঘটাতে হবে।
৭। কৃষির কর্পোরেটাইজেশন নয়, কৃষি উৎপাদন ও বাণিজ্যে কোন বহুজাতিক সংস্থা নয়। ভারতকে কৃষি বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে।
৮। সার, বীজ, কীটনাশক, বিদ্যুৎ, সেচ, পেট্রোলিয়াম পণ্য, যন্ত্রপাতি এবং ট্রাক্টরের মতো কৃষি উপকরণগুলিতে কোনও জিএসটি রাখা চলবে না।
৯। ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্রীয় নীতি অনুসারে রাজ্য সরকারগুলির কর দেওয়ার অধিকার নিশ্চিত করার জন্য GST আইন সংশোধন করতে হবে।
১১। জিডিপির পর্যাপ্ত অংশ সহ কৃষির জন্য পৃথক কেন্দ্রীয় বাজেট চালু করতে হবে।
১১। কেন্দ্রীয় সরকারের সহযোগিতা বিভাগের বিলুপ্তি, এবং ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত রাজ্যের বিষয় হিসাবে সহযোগিতাকে রাখা, উৎপাদনকারী শ্রেণী-কৃষক ও শ্রমিকদের মূল্যে কর্পোরেট শ্রেণীর স্বার্থে ক্ষমতার কেন্দ্রীকরণকে উন্নীত করার পরিবর্তে কেন্দ্র সরকারকে রাজ্যগুলিকে সমর্থন করতে হবে।
১২। জমি, জল, জঙ্গল এবং খনিজ সহ প্রাকৃতিক সম্পদের পণ্যায়নের অবসান ঘটাতে হবে। জীবিকার উন্নয়ন ও প্রকৃতির সুরক্ষার জন্য জল সম্পদ সংরক্ষণ ও ব্যবহারে জাতীয় জল সম্পদ নীতি গ্রহণ করতে হবে।
১৩। বন্যপ্রাণীর আক্রমণ থেকে বাঁচতে স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে; বন্যপ্রাণীর আক্রমণে নিহতদের জন্য ১ কোটি টাকা এবং ফসল ও গবাদি পশুর ক্ষতির জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
১৪। লখিমপুর খেরির শহীদসহ ঐতিহাসিক কৃষক সংগ্রামের শহীদদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
১৫। কৃষকদের আন্দোলনের সাথে সম্পর্কিত সমস্ত মামলা প্রত্যাহার করা এবং ৭৩৬ জন কৃষক শহীদদের স্মরণে সিংগু/টিকরি সীমান্তে একটি উপযুক্ত শহীদ স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন