পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলের মধ্যে বন্দি থাকাকালীনই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলা কয়েদিরা। গতবছর থেকে এখনও পর্যন্ত ১৯৬ শিশুর জন্ম হয়েছে জেলে। যা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বরস্থ হয়েছেন তাপস ভঞ্জ নামের এক আদালত বান্ধব বা অ্যামিকাস কিউরি (Amicus Curiae)। পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্টও।
পশ্চিমবঙ্গের জেলে কয়েদিদের পরিষেবা ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য আদালত বান্ধব পদ করেছে কলকাতা হাইকোর্ট। সেই পদেই কর্মরত তাপস ভঞ্জ। তিনি এই নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। হাইকোর্ট মামলাটি ফৌজদারি আদালতে পাঠিয়েছে। এবার থেকে এই মামলার শুনানি ওই আদালতেই হবে।
তাপস ভঞ্জ জানান, কিছুদিন আগেই তিনি আলিপুর জেলে গিয়েছিলেন পরিদর্শনের জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখেন এক মহিলা অন্তঃসত্ত্বা হয়েছেন। এরপরই তথ্য সংগ্রহ শুরু করেন তিনি। জেল হেফাজতে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে সন্তান প্রসব করেছেন এমন সকল মহিলার তালিকা জমা দিয়েছেন তিনি। পাশাপাশি ১৯৬ জন শিশু জন্ম নেওয়ার রিপোর্টও হাইকোর্টে পেশ করেন।
দুই বিচারপতির বেঞ্চের কাছে তিনি এও আবেদন করেন যে, মহিলাদের থাকার সেলে পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে হবে। নয়তো এই ধরণের ঘটনা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। এছাড়া মহিলাদের জেলে পাঠানোর আগে অবশ্যই তাঁর গর্ভাবস্থা পরীক্ষা করতে হবে। সংশ্লিষ্ট থানা গুলিকে পরীক্ষার দায়িত্ব দেওয়া হোক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন