প্রকাশিত হল ২০২৪ সালের ‘বিশ্বের সুখ সূচক’ (World Happiness Report)। সুখ দিবস উপলক্ষে বুধবার রিপোর্ট পেশ করেছে জাতিসঙ্ঘ। রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে সাতবার ফিনল্যান্ড এই তকমা পেল। অন্যদিকে সুখ তালিকায় ১৪৩ টি দেশের মধ্যে ভারতের স্থান ১২৬। অনেকটাই পিছিয়ে ভারত। তবে এই তালিকায় সবচেয়ে নজর কেড়েছে ইজরায়েল। পঞ্চম স্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।
প্রথম দশে রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইজ়রায়েল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবুর্গ, সুইৎজ়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই রিপোর্ট তৈরি করে ‘গ্যালাপ ওয়ার্ল্ড পোল’। সংশ্লিষ্ট ওই সংস্থা ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মানুষের জীবনযাপন সংক্রান্ত তথ্য সংগ্রহ করে একটি গড় রিপোর্ট তৈরি করেছে। যে রিপোর্টের মূল বিষয়গুলি ছিল মাথাপিছু জিডিপি, বাসিন্দাদের সুস্থ জীবন ও আয়ু, সামাজিক স্তরে সহযোগিতা, স্বাধীনতা, উদারতা, দুর্নীতি। উক্ত তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই রিপোর্টটি।
তবে এই তালিকায় এবার অনেকটাই পিছিয়ে গেছে আমেরিকা। কুড়ির বাইরে তারা। আমেরিকা রয়েছে ২৩ নম্বর স্থানে। এর কারণ হিসাবে জানানো হয়েছে, দেশের অনুর্ধ্ব-৩০ প্রজন্মের জীবন সম্পর্কে ধারণার অবনতি ঘটেছে। অন্যদিকে, সুখ তালিকায় একেবারে শেষে রয়েছে আফগানিস্তান।
ভারতের সঙ্গে তালিকায় শেষের দিকে রয়েছে লিবিয়া, ইরাক, প্যালেস্টাইন এবং নাইজার। তালিকায় পাকিস্তান রয়েছে ১০৮ নম্বরে।
তবে এই রিপোর্টে বেশ কিছু দুশ্চিন্তার কারণ উল্লেখ রয়েছে। বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিশ্বে সবথেকে বেশি সমস্যায় ভুগছে তরুণ প্রজন্ম। যাকে ‘মিডলাইফ ক্রাইসিস’ অ্যাখ্যা দেওয়া হয়েছে। এর জন্য সোশ্যাল মিডিয়াকেই দায়ী করেছে বিশেষজ্ঞরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন