Forbes World's Billionaires List: বিলিওনেয়ারদের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে ভারত

ভারতের ১৬৯জন বিলিওনেয়ারের মোট সম্পদের পরিমাণ ৬৭৫ বিলিয়ন ডলার। যদিও ভারতীয় বিলিয়নেয়ারদের মোট সম্পদের পরিমাণ ২০২২-এর তুলনায় ৭৫ বিলিয়ন ডলার কমেছে।
মুকেশ আম্বানী ও গৌতম আদানী
মুকেশ আম্বানী ও গৌতম আদানী ফাইল ছবি
Published on

ভারতে এই মুহূর্তে মোট বিলিওনেয়ারের সংখ্যা ১৬৯। বিশ্বজুড়ে বিলিওনেয়ারের সংখ্যার নিরিখে ভারত এই মুহূর্তে তৃতীয় স্থানে। ৭৩৫জন বিলিওনেয়ার নিয়ে যে তালিকার শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। ৫৬২ জন বিলিওনেয়ার নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে আছে হংকং ও ম্যাকাও সহ চীন। ফোর্বস ওয়ার্ল্ড বিলিওনেয়ারস লিস্ট ২০২৩ থেকে এই তথ্য পাওয়া গেছে।

ভারতের ১৬৯জন বিলিওনেয়ারের মোট সম্পদের পরিমাণ ৬৭৫ বিলিয়ন ডলার। যদিও ভারতীয় বিলিয়নেয়ারদের মোট সম্পদের পরিমাণ ২০২২-এর তুলনায় ৭৫ বিলিয়ন ডলার কমেছে। ভারতীয় বিলিওনেয়ারদের মধ্যে তালিকার শীর্ষে আছেন রিলায়েন্স গোষ্ঠীর মুকেশ আম্বানী। যার মোট সম্পদের পরিমাণ ৮৩.৪ বিলিয়ন ডলার। বিশ্ব তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের স্থান নবম।

মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৩৫ জন বিলিওনেয়ারের মোট সম্পদের পরিমাণ ৪.৫ ট্রিলিয়ন ডলার এবং চীনের ৫৬২ জন বিলিওনেয়ারের মোট সম্পদের মূল্য ২ ট্রিলিয়ন ডলার।  

ফোর্বস জানিয়েছে, মোট বিলিওনেয়ারদের মধ্যে অর্ধেকের কাছাকাছি ব্যক্তিদের মোট সম্পদ গতবছরের তুলনায় কমেছে। শেয়ারের দাম পড়ে যাওয়া, সুদের হার বেড়ে যাওয়া প্রভৃতি কারণে তাঁদের সম্পদ মূল্য হ্রাস পেয়েছে।

২০২২-এ বিশ্বজুড়ে মোট বিলিওনেয়ারের সংখ্যা ছিল ২,৬৬৮। যা এই বছর কমে দাঁড়িয়েছে ২,৬৪০। ফোর্বস-এর তথ্য অনুসারে বিশ্বের সমস্ত বিলিওনেয়ারদের মোট সম্পদের পরিমাণ ১২.২ ট্রিলিয়ন ডলার। যা ২০২২-এ ছিল ১২.৭ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ শেষ ১ বছরে বিলিওনেয়ারদের সম্পদ কমেছে ৫০০ বিলিয়ন ডলার।

যদিও বিলিওনেয়ারদের সংখ্যা কমলেও তাৎপর্যপূর্ণভাবে প্রায় ১০০০ জন বিলিওনেয়ার ২০২২-এর তুলনায় আরও সম্পদশালী হয়ে উঠেছেন।

উদাহরণস্বরূপ বলা যেতে পারে বার্নার্ড আরনল্ট-এর নাম। বর্তমানে বিলিওনেয়ারদের বিশ্ব তালিকার শীর্ষে আছেন ফরাসী ব্যবসায়ী বার্নার্ড আরনল্ট। এই প্রথমবার কোনো ফরাসী নাগরিক এই তালিকার শীর্ষে পৌঁছেছেন। গত ১ বছরে বার্নার্ড আরনল্ট-এর মোট সম্পদ বেড়েছে ৫৩ বিলিয়ন ডলার। এই মুহূর্তে বার্নার্ড আরনল্ট-এর মোট সম্পদের পরিমাণ ২১১ বিলিয়ন ডলার।

আরও পড়ুন

মুকেশ আম্বানী ও গৌতম আদানী
কেবলমাত্র আদানিই লাভবান হচ্ছে - বাংলাদেশেও আদানির বিদ্যুৎ প্রকল্প ঘিরে প্রশ্ন উঠছে
মুকেশ আম্বানী ও গৌতম আদানী
Hindenburg Report: হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে এবার ধস ধনকুবের জ্যাক ডরোসির সাম্রাজ্যে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in