Forex Reserves: বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভারী পতন, কমলো সোনার রিজার্ভও - রিপোর্ট

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তথ্য অনুসারে, ২৬শে আগস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩.০০৭ বিলিয়ন কমে $৫৬১.০৪৬ বিলিয়ন হয়েছে। সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তথ্য অনুসারে, ২৬শে আগস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩.০০৭ বিলিয়ন কমে $৫৬১.০৪৬ বিলিয়ন হয়েছে। সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে।

রিজার্ভের পতনের জন্য প্রধানত বৈদেশিক মুদ্রা সম্পদের (FCA – Foreign Currency Asset) পতনকে দায়ী করা হয়েছে।

২৬ আগস্ট শেষ হওয়া সপ্তাহে FCA $২.৫৭১ বিলিয়ন কমে $৪৯৮.৬৪৫ বিলিয়ন হয়েছে।

এর পাশাপাশি স্বর্ণের রিজার্ভ $২৭১ মিলিয়ন কমে $৩৯.৬৪৩ বিলিয়ন হয়েছে বলে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে।

এর পাশাপাশি স্পেশাল ড্রইং রাইটস (SDRs) $১৫৫ মিলিয়ন কমে $১৭.৮৩২ বিলিয়ন হয়েছে।

ওই তথ্য অনুসারেই, আইএমএফের কাছে দেশের রিজার্ভও ২৬ আগস্ট শেষ হওয়া সপ্তাহে $১০ মিলিয়ন কমে $৪.৯২৬ বিলিয়ন হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in