শেয়ার বাজার
শেয়ার বাজারফাইল ছবি সংগৃহীত

FPI: অক্টোবরে ভারতের বাজার থেকে রেকর্ড পরিমাণ ৯৪,১০৭ কোটি টাকা তুলে নিল বিদেশি বিনিয়োগকারীরা

People's Reporter: এর আগে ২০২০ সালের মার্চ মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে তুলে নিয়েছিলেন ৬১,৯৭৩ কোটি টাকা।
Published on

বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে তুলে নিল প্রায় ৯৪ হাজার কোটি টাকা বা ১১.২ বিলিয়ন ইউ এস ডলার। যে অঙ্ক বিগত কয়েক মাসের মধ্যে সর্বাধিক। এর প্রভাব পড়তে চলেছে ভারতীয় শেয়ার বাজার বলে আশঙ্কা বাজার বিশেষজ্ঞদের। জানা যাচ্ছে, চিনা শেয়ার বাজারের মূল্যস্তর এবং আকর্ষণীয় দামে প্রভাবিত হয়ে বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করতে পারেন।

তথ্য অনুসারে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট (এফপিআই) থেকে চলতি বছরের অক্টোবর মাসে তুলে নেওয়া হয়েছে ৯৪,০১৭ কোটি টাকা। এই পরিমাণ টাকা বাজার থেকে তুলে নেবার পর এফপিআই-তে ২০২৪ সালে মোট বিনিয়োগের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৬,৫৯৩ কোটি টাকা।

অক্টোবর মাসে যে পরিমাণ টাকা ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা তুলে নিয়েছেন তা বিগত কয়েক মাসের মধ্যে সর্বাধিক। শুধু বিগত কয়েক মাস নয়, বিগত কয়েক বছরের মধ্যেও তা সর্বাধিক। এর আগে ২০২০ সালের মার্চ মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে তুলে নিয়েছিলেন ৬১,৯৭৩ কোটি টাকা।

চলতি বছরের সেপ্টেম্বর মাসেও ভারতের বাজার থেকে বিনিয়োগকারীরা তুলে নিয়েছেন ৫৭,৭২৪ কোটি টাকা। এপ্রিল মে মাসে তোলা হয়েছিল ৩৪,২৫২ কোটি টাকা।

বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার এই বিক্রিতে ভারতের প্রথম সারির বহু শেয়ারের দাম শীর্ষস্তর থেকে পড়েছে কমপক্ষে ৮ শতাংশ। অক্টোবর মাসে যে ২২ দিন ভারতীয় শেয়ার বাজারে মোট কেনাবেচা হয়েছে তার প্রতিটি দিনেই বিদেশি বিনিয়োগকারীরা বড়ো অঙ্কের বিক্রি করেছেন।

উল্লেখ্য, সোমবার সকালে বাজার খোলার পর থেকে একটানা পতনের সাক্ষী থেকেছে সেনসেক্স ও নিফটি। এই খবর লেখার সময় সেনসেক্স পড়েছে ১,৩৪৫.৯৭ পয়েন্ট এবং নিফটি ৫০ পড়েছে ৪৪৮.৮০ পয়েন্ট। তথ্য অনুসারে শুধু সোমবারেই এখনও পর্যন্ত বাজারে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ ৮ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।

শেয়ার বাজার
Sensex: সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে ধস, সেনসেক্স নামলো ১,১০০ পয়েন্ট, পড়লো নিফটিও
শেয়ার বাজার
Sensex & Nifty: শেয়ার বাজারে ফের ধস, সেনসেক্স নামলো ১০০০ পয়েন্টের বেশি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in