মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে একান্ত আলোচনায় কেবল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা জলবায়ু পরিবর্তন নিয়েই কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিজেকে সুস্থ রাখার একাধিক উপায়ও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি, মোদী জানিয়েছেন কীভাবে অল্প সময়ের মধ্যেই শরীরকে চাঙ্গা করে তোলা যায়।
বিল গেটসের সঙ্গে একান্ত আলাপচারিতায় মোদীকে প্রশ্ন করা হয়, কীভাবে এত ব্যস্ত থাকার পরেও নিজেকে সুস্থ রাখেন তিনি? এর উত্তরে মোদী জানান, অল্প বিশ্রামেই তিনি চাঙ্গা হয়ে যান, তাঁর শরীর সেভাবেই তৈরি। মোদির কথায়, “শারীরিক শক্তি থেকে এই এনার্জি আসে না। এই এনার্জি আত্মোৎসর্গ এবং আবেগ থেকে আসে। আমার হাতে এখন অনেক কাজ। সেটাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার শরীর সেভাবেই তৈরি হয়ে গিয়েছে। আমি গভীর রাত পর্যন্ত কাজ করি, আবার ভোর ভোর উঠে পড়ি। বিশ্রামের জন্য আলাদা করে সময় বের করতে হয় না, অটোপাইলট মোডে হয়ে যায়।“
এরপরেই মোদী তাঁর পুরানো জীবনের কথা স্মরণ করে বলেন, “হিমালয়ে কাটানোর সময় ব্রাহ্ম মুহূর্তে স্নান করতাম। এখনও তাই করি। ভোর ৩.২০ থেকে ৩.৪০ মিনিটের মধ্যে আমি তৈরি হয়ে যাই। এই জিনিসগুলোই সময়ের সঙ্গে সঙ্গে আমার শরীরকে কন্ডিশন করেছে।“
এরপরেই বিল গেটস মোদীকে প্রশ্ন করেন, মিলেট কীভাবে বিশ্বব্যাপী নিরামিষ খাবারের প্রতি দৃষ্টিভঙ্গী পরিবর্তন করছে? এর উত্তরে প্রধানমন্ত্রী জানান, "আমি মিলেট উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখেছি। অনেক স্বনামধন্য কোম্পানি এখন মিলেট-ভিত্তিক পণ্য অফার করছে, এর মান বাড়াচ্ছে এবং এটিকে সহজলভ্য এবং প্রচলিত উভয়ই করে তুলছে। এমনকি পাঁচতারা হোটেলগুলি বিশেষ মিলেট মেনু চালু করেছে। এবং এর ফলে কৃষকদের জীবিকা উন্নত হচ্ছে।“
প্রধানমন্ত্রীর আরও ব্যাখ্যা, "মিলেট একটি সুপারফুড। আমি জাতিসংঘের সাথে ২০২৩ সালকে মিলেটের বছর হিসাবে উদযাপন করেছি। মিলেটের প্রচুর উপকারিতা রয়েছে। এটি অনুর্বর জমিতে জন্মায়। এটির জন্য ন্যূনতম জলের প্রয়োজন এবং কোনো প্রকার সারের প্রয়োজন হয় না।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন