Gau Sangsad: ২০২৫-এর মহাকুম্ভের আগেই গোরুকে ‘জাতির মাতা’ ঘোষণার দাবি গৌ সংসদের

People's Reporter: ‘গৌ সংসদ’ থেকে সাধুরা সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে তাঁরা গোরুকে ‘রাম’ বলে সম্বোধন করবেন। সাধুদের দাবি অনুসারে গোরুকে ‘রাম’ হিসেবে দেখা হোক। কারণ রাম-এর ‘রা’ হল রাষ্ট্র ও ‘মা’ হল মাতা।
গো সেবা রত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
গো সেবা রত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথফাইল ছবি, সৌজন্য দ্য উইক
Published on

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যদি সাধুদের দাবি মেনে নেনে সেক্ষেত্রে ২০২৫-এর মহাকুম্ভের আগেই গোরুকে ‘জাতির মাতা’ (Mother of the Nation) বিশেষণে ভূষিত করা হতে পারে। সাধুদের দাবি অনুসারে গোরুকে ‘রাম’ হিসেবে দেখা হোক। কারণ রাম-এর ‘রা’ হল রাষ্ট্র (Nation) এবং ‘মা’ হল মাতা (Mother)।

বুধবার উত্তরাখন্ডের জ্যোতিষ পীঠে শঙ্করাচার্য স্বামী অভিমুকুটেশ্বরানন্দ সরস্বতীর আহ্বানে মাঘ মেলায় আয়োজিত ‘গৌ সংসদে’ নেওয়া মোট ২১টি প্রস্তাবের মধ্যে এটিকেও একটি প্রস্তাব হিসেবে গ্রহণ করা হয়েছে।

‘গৌ সংসদ’ থেকে সাধুসন্তরা সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে তাঁরা গোরুকে ‘রাম’ বলে সম্বোধন করবেন। বিগত ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির দিন থেকে শুরু হওয়া বাৎসরিক ধর্মীয় মাঘ মেলা ৫৪ দিন ধরে চলবে। আগামী ৮ মার্চ শিবরাত্রির দিন এই মেলা শেষ হবে।

এই ধর্মীয় সভা থেকে সাধুরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের প্রস্তাব না মানা হলে তাঁরা বিক্ষোভ সংগঠিত করবেন। এছাড়াও তাঁদের পেশ করা প্রস্তাবের মধ্যে আছে গোরু ভক্তদের সহায়তার জন্য একটি ‘রাষ্ট্রীয় রাম গৌ ভক্ত আয়োগ’ প্রতিষ্ঠার দাবি।

এই আয়োগ ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেশের সমস্ত গোরুকে শনাক্ত করবে, তাদের নিবন্ধিত করবে এবং 'নব সংবতসর' (হিন্দু নববর্ষ) থেকে তাদের চিকিত্সার জন্য একটি কর্মসূচী ঘোষণা করবে।

'গৌ সংসদ' সরকারের কাছে একটি পৃথক ‘গোরু মন্ত্রণালয়' গঠনের আবেদনও জানিয়েছে এবং দাবি করেছে গবাদি পশুদের যেন পশুপালন মন্ত্রকের অধীনে না আনা হয়।

সংবিধানের রাজ্য তালিকা থেকে গোরু ও তাদের বংশধরদের বাদ দিয়ে কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং যারা গোরুর মাংস খায় তাদের বহিষ্কার করতে হবে।

নির্বাচনে যারা প্রার্থী হবেন তাঁদের ইশতেহারের সাথে হলফনামা দিতে হবে এবং তাঁকেই জনগণ ভোট দেবে যিনি সরকার গঠনের সাথে সাথেই প্রথম গোরুকে সম্মান ও সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেবেন।

সাধুরা জানিয়েছেন গোরুকে 'জাতির মাতা' হিসেবে ঘোষণার সাথে সাথে সাধুসন্তরা প্রথমে গোরুর দুধ অযোধ্যায় নিয়ে যাবেন এবং সেখানে রামলালাকে সেই দুধ নিবেদন করা হবে।

এছাড়াও সাধুসন্তদের পক্ষ থেকে দখলে থাকা জমি মুক্ত করে সেই জমি গোরু চড়ানোর জন্য উন্মুক্ত করে দেবার দাবি জানানো হয়েছে।

(Except for the headline, this story has not been edited by People's Reporter and is translated and published from a syndicated feed.)

গো সেবা রত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Farmer Protest: সংসদ ভবন অভিযানে কৃষকরা! পুলিশি বাধা পেতেই অবরুদ্ধ উত্তরপ্রদেশ-দিল্লি সীমান্ত
গো সেবা রত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
বিজেপির 'শ্বেতপত্র'-র আগেই 'কৃষ্ণপত্র' পেশ কংগ্রেসের! বেকারত্ব তুলে ধরে মোদীকে আক্রমণ খাড়গের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in