রাজ্যপালের আচরণকে শিশুসুলভ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে নাম না করে এভাবেই রাজ্যপাল জগদীপ ধনকরকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন রাজ্যপালকে 'ছোট ছেলে' বলে কটাক্ষ করে বলেন, 'বাচ্চা ছেলে তো নয় যে বকাঝকা করে চুপ করিয়ে দেব।'
আসলে মমতা সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য জুড়ে হিংসার প্রবণতা বেড়েছে। প্রতিনিয়ত রাজ্যের প্রধান প্রতিপক্ষ বিজেপি রাজ্যপালের কাছে হিংসা নিয়ে নালিশ জানিয়েছে। মুখ্যমন্ত্রীকে একাধিকবার সোশাল মিডিয়ায় বার্তাও দিয়েছেন রাজ্যপাল। কিন্তু ফল হয় নি কিছু। তাই এবার রাজ্যপাল হিংসা নিয়ে নালিশ জানাতে দিল্লি গিয়েছেন। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। আর তাই মুখ্যমন্ত্রী রাজ্যপালকে নিশানা করছেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, রাজ্যপালের আসা-যাওয়া নিয়ে তাঁর সঙ্গে কোনও কথাই হয়নি।
অন্যদিকে বিধানসভা নির্বাচনের প্রায় একমাসের বেশি সময় অতিক্রান্ত হলেও রাজ্যের হিংসার রিপোর্ট খুশি করতে পারেনি রাজ্যপালকে। আর তা নিয়ে মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার দিন থেকেই সংঘাত জারি রয়েছে। এরই মাঝে দিল্লি সফরে রাজ্যপাল। যা বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ভোট পরবর্তী হিংসা নিয়ে। পাশাপাশি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও।
ইতিমধ্যেই দিল্লিতে গিয়েই রাজ্যপাল একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে বৈঠক সারেন। এদিনও তার ব্যতিক্রম ছিলনা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন সস্ত্রীক রাজ্যপাল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর। সে প্রসঙ্গেও রাজ্যপালকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কার সঙ্গে দেখা করবেন ওনার ব্যাপার। উনি তো ওদেরই লোক।'
অন্যদিকে রাজ্যপালের একাধিক বার অপসারণ চেয়ে কেন্দ্রের কাছে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। সে প্রসঙ্গে এদিন নিজের মতামত দিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের অপসারণ চেয়ে কমপক্ষে তিনবার চিঠি লিখেছেন বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সে ব্যাপারে কেন্দ্র কান দেয়নি বলেই অভিযোগ তাঁর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন