অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে, সদ্যসমাপ্ত গুজরাট বিধানসভা নির্বাচনে ২২ শতাংশ বিজয়ী প্রার্থী বা মোট ১৮২ টির মধ্যে ৪০ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
৪০ জন বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ১৬ শতাংশ বা ২৯ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
ADR-এর বিশ্লেষণ অনুসারে, তিনজন বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে IPC ধারা ৩০৭-এর অধীনে তাদের নামের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রয়েছে।
বিজয়ী চার প্রার্থীর বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্ত মামলা রয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে আইপিসি ধারা ৩৭৬-এর অধীনে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
মোট যে ৪০ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ফৌজদারি মামলা রয়েছে, তাঁদের মধ্যে ২৬ জন বিজেপির, ৯ জন কংগ্রেসের এবং ২ জন AAP-এর। তালিকায় রয়েছেন দুই নির্দল ও সমাজবাদী পার্টির একজন প্রার্থীও।
যেসব প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা দায়ের আছে তার মধ্যে ২০ জন বিজেপির, ৪ জন কংগ্রেসের, ২ জন আপের, ২ জন নির্দল এবং ১ জন এসপির।
এডিআর-এর বিশ্লেষণ অনুসারে, ১৮২ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ৮৩ শতাংশ বা ১৫১ জনই বিলিয়নেয়ার।
এর মধ্যে ১৩২ জন বিজেপির, ১৪ জন কংগ্রেসের, ৩ জন নির্দল এবং AAP এবং SP-এর ১ জন করে। এডিআর রিপোর্টে বলা হয়েছে, এই প্রার্থীরা প্রত্যেকে ১ কোটি টাকার বেশি সম্পদ ঘোষণা করেছেন।
গুজরাট বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ছিল ১৬.৪১ কোটি টাকা।
বিজেপির ১৫৬ জন বিজয়ী প্রার্থীর ক্ষেত্রে বিজয়ী প্রার্থী প্রতি গড় সম্পদ ১৭.১৫ কোটি টাকা, কংগ্রেসের ১৭ জন বিজয়ী প্রার্থীর জন্য এটি ছিল ৫.৫১ কোটি টাকা, এবং পাঁচজন বিজয়ী AAP প্রার্থীর জন্য এটি ছিল ৯৮.৭০ লাখ টাকা।
একমাত্র বিজয়ী এসপি প্রার্থীর সম্পদের মূল্য ছিল ২০.৯৪ কোটি টাকা এবং তিন নির্দলের সম্পদের মূল্য ৬৩.৯৪ কোটি টাকা।
ভায়ারা কেন্দ্র থেকে বিজেপির বিজয়ী প্রার্থী মোহনভাই কোকানি বিজয়ী প্রার্থীদের মধ্যে সর্বনিম্ন সম্পদের অধিকারী। হলফনামা অনুসারে তাঁর মোট সম্পদের পরিমাণ ১৮,৫৬,৫৯০ টাকা।
মনসা কেন্দ্র থেকে বিজেপির বিজয়ী প্রার্থী, জে এস প্যাটেল হলেন সবচেয়ে ধনী প্রার্থী। যার মোট সম্পদ ৬৬১ কোটি টাকার এবং ২৩৩ কোটি টাকার দেনা।
বিজেপির বলবন্তসিংহ রাজপুত ৩৭২ কোটি টাকা আয় ঘোষণা করেছেন এবং আইটিআর ঘোষণা অনুসারে সর্বোচ্চ আয়ের তিন প্রার্থীর তালিকায় শীর্ষে রয়েছেন।
এই তালিকার অন্য দুই বিজেপি প্রার্থী হলেন মানেক পাবুভা। যার সম্পদের পরিমাণ ১১৫ কোটি টাকা এবং ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজার ঘোষিত সম্পদের মূল্য ৯৭ কোটি টাকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন