গুজরাটের নবনির্বাচিত মন্ত্রীসভা নিয়ে রিপোর্ট প্রকাশ করলো গুজরাট ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। গতকালই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের মন্ত্রীসভায় শপথ নিয়েছেন ২৪ জন মন্ত্রী।
এডিআর রিপোর্ট অনুসারে নবনির্বাচিত মন্ত্রীদের মধ্যে সাতজনের বিরুদ্ধে (২৮ শতাংশ) ক্রিমিনাল কেস আছে। যার মধ্যে তিনজনের বিরুদ্ধে গুরুতর ক্রিমিনাল কেস আছে।
বৃহস্পতিবার মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানের পর রাজ্যের ২৫ জন মন্ত্রীর এফিডেবিট পর্যালোচনা করে গুজরাট ইলেকশন ওয়াচ এবং এডিআর। যে তালিকায় আছেন মুখ্যমন্ত্রীও। সদ্য প্রকাশিত রিপোর্ট অনুসারে গুজরাটের নতুন মন্ত্রীসভার ১৯ জন মন্ত্রী কোটিপতি। রাজ্যের ২৫ জন মন্ত্রীর গড় সম্পত্তির পরিমাণ ৩.৯৫ কোটি টাকা।
এফিডেবিট অনুসারে রাজ্যের সর্বাধিক সম্পদশালী মন্ত্রী হৃষীকেশ গণেশভাই প্যাটেল। তিনি রাজ্যের বিষাণগড় কেন্দ্রের বিধায়ক। যার মোট সম্পদের পরিমাণ ১৪.৯৫ কোটি টাকা। এরপরেই স্থান জগদীশ পাঞ্চাল নিকোলের। আহমেদাবাদের এই বিধায়কের সম্পদের পরিমাণ ১৪.৭৫ কোটি টাকা। সন্তরামপুর কেন্দ্রের বিধায়ক কুবের দীন্দোরের সম্পদের পরিমাণ ১০.৯৪ কোটি টাকা। প্রথম দুই বিধায়কের শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী পাস। কুবের দীন্দোর ডক্টরেট ডিগ্রির অধিকারী।
রাজ্যের সবথেকে কম সম্পদের অধিকারী মন্ত্রীর নাম মেহমাদাবাদ কেন্দ্রের বিধায়ক চৌহান অর্জুনিশ উদেসিন-এর। তাঁর মোট সম্পদ ১২.৫৭ লাখ।
শিক্ষাগত যোগ্যতার বিচার নতুন মন্ত্রীসভায় মোট ১৩ জন মন্ত্রী (৫২ শতাংশ) ক্লাস ৮ থেকে ১২ ক্লাস পাশ। ১১ জন (৪৪ শতাংশ) গ্র্যাজুয়েট। একজন মন্ত্রী জানিয়েছেন তিনি শুধুমাত্র ‘সাক্ষর’।
বিজেপির উচ্চ নেতৃত্ব এবার তুলনামূলকভাবে কমবয়সীদের ওপর ভরসা রেখেছে। যাঁদের বেশিরভাগেরই বয়স ৫১-র নীচে। রাজ্যের ১৩ জন মন্ত্রী (৫২ শতাংশ) জানিয়েছেন তাঁদের বয়স ৩১ থেকে ৫০-এর মধ্যে। ১২ জন জানিয়েছেন (৪৮ শতাংশ) তাঁদের বয়স ৫১ থেকে ৭০-এর মধ্যে।
রাজ্যের মোট ১৮ জন মন্ত্রী তাঁদের দেনা আছে বলে জানিয়েছেন। যার মধ্যে সবথেকে বেশি দেনা মন্ত্রী জগদীশ পাঞ্চালের। যার ঘোষিত দেনার পরিমাণ ৩.১৩ কোটি টাকা।
(Except for the headline, this story has not been edited by People's Reporter and is translated and published from a syndicated feed.)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন