Adani Group-র প্রোমোটারদের শেয়ার বন্ধক, রাশিয়ার ব্যাঙ্ক থেকে ২৪০ মিলিয়ন ঋণ নিয়েছেন বিনোদ আদানি!

সিঙ্গাপুরে বিনোদ আদানির পরোক্ষ নিয়ন্ত্রিত একটি কোম্পানি আছে। ২০২১ সালের এপ্রিল মাসে, এই কোম্পানি লোন নিয়েছে ২৬৩ মিলিয়ন ডলার। এবং সেই অর্থ থেকে ২৫৮ মিলিয়ন ডলার ধার দিয়েছে একটি নামহীন সংস্থাকে।
Adani Group-র প্রোমোটারদের শেয়ার বন্ধক, রাশিয়ার ব্যাঙ্ক থেকে ২৪০ মিলিয়ন ঋণ নিয়েছেন বিনোদ আদানি!
Published on

সিঙ্গাপুরে শেল কোম্পানি খুলে কিভাবে, গৌতম আদানির বড় ভাই বিনোদ আদানি (Vinod Adani) ব্যবসা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক ফোর্বস ম্যাগাজিন।

সেই রিপোর্ট শেয়ার করে শুক্রবার, হিন্ডেনবার্গ রিসার্চ জানিয়েছে, 'আদানির গোপন প্রতিশ্রুতি সামনে নিয়ে এসেছে ফোর্বস। যেখানে বলা হয়েছে, 'রাশিয়ান ব্যাঙ্ক থেকে ২৪০ মিলিয়ন ডলারের ঋণের আবেদন জানিয়েছে বিনোদ আদানি'র সংস্থা। এ জন্য আদানি'র প্রোমোটারদের শেয়ারের বন্ধক রাখার প্রতিশ্রুতি দিয়েছে সিঙ্গাপুরের ওই বেসরকারী সংস্থা। তবে, এ ব্যাপারে কিছুই জানে না ভারতীয় শেয়ার মার্কেট। পুরো বিষয়টি গোপন রাখা হয়েছে।'

শুধু গৌতম আদানি বা তাঁর সংস্থা নয়, আদানি পরিবারের একাধিক সদস্য বিভিন্ন দুর্নীতিতে যুক্ত বলে রিপোর্টে আগেই দাবি করেছে হিন্ডেনবার্গ।

সম্প্রতি, যে ১০৬ পাতার রিপোর্ট প্রকাশ করেছে হিন্ডেনবার্গ, তাতে বিনোদ আদানির নাম রয়েছে। অভিযোগ, তিনি আদানি গোষ্ঠীর একটি ভুয়ো সংস্থার পরিচালনার দায়িত্বে রয়েছেন। গৌতম আদানির বড় ভাই বিনোদ। ২০১৬ সালে পানামা দুর্নীতি ও ২০২১ সালে প্যান্ডোরা পেপার দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছিল।

স্থায়ীভাবে দুবাইতে থাকেন বিনোদ আদানি। প্রবাসী ভারতীয়দের মধ্যে তাঁর সম্পদ নজরকাড়া। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুসারে, বিশ্বের সবচেয়ে ধনী প্রবাসী ভারতীয়দের তালিকায় শীর্ষে রয়েছেন বিনোদ আদানি।

ঠিক কী বলা হয়েছে ফোর্বস রিপোর্টে?

রিপোর্টে দাবি করা হয়েছে, সিঙ্গাপুরে বিনোদ আদানির পরোক্ষ নিয়ন্ত্রিত একটি কোম্পানি হল - পিনাকল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পিটিই.এলটিই (Pinnacle Trade and Investment Pte.Lte.)। এই কোম্পানি রাশিয়ার VTB ব্যাংকের সঙ্গে একটি লোনের চুক্তি করেছে। গত বছর, ইউক্রেন যুদ্ধের মাঝে এটি অনুমোদন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

২০২১ সালের এপ্রিল মাসে, এই পিনাকল কোম্পানি লোন নিয়েছে ২৬৩ মিলিয়ন ডলার। এবং সেই অর্থ থেকে ২৫৮ মিলিয়ন ডলার ধার দিয়েছে একটি নামহীন সংস্থাকে।

রিপোর্টে বলা হয়েছে, এই লোনের গ্যারান্টর হিসাবে - (১) আফ্রো এশিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড এবং (২) ওয়ার্ল্ডওয়াইড ইমার্জিং মার্কেটস হোল্ডিং লিমিটেড-এর শেয়ার বন্ধক রাখা হয়েছে।

আফ্রো এশিয়া ট্রেড এবং ওয়ার্ল্ডওয়াইড ইমার্জিং মার্কেটস - উভয় কোম্পানিই আদানি গোষ্ঠীর প্রধান শেয়ারহোল্ডার। উভয় কোম্পানির কাছেই আদানি এন্টারপ্রাইজ, আদানি ট্রান্সমিশন, আদানি পোর্টস এবং আদানি পাওয়ার-এর ৪ বিলিয়ন ডলার মূল্যের স্টক রয়েছে। (১৬ ফেব্রুয়ারি ২০২৩-র শেয়ার মার্কেট অনুযায়ী)।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in