২০২৪-র লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের হামিরপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৫ বিধানসভা আসনেই পরাজিত হয়েছে বিজেপি। এর মধ্যে ৪ টি আসন গিয়েছে কংগ্রেসের দখলে। বাকি, ১ টি আসন জিতেছে নির্দল প্রার্থী।
হামিরপুর লোকসভা কেন্দ্রের ৫ টি বিধানসভা কেন্দ্র হল -
১) হামিরপুর (Hamirpur) আসনে হয়েছে পরাজিত হয়েছে বিজেপি। ১২,৮৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী আশিস শর্মা। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী নরিন্দর ঠাকুর পেয়েছেন ১২,৭৯৪ ভোট। কংগ্রেসের ড. পুস্পেন্দ্র বর্মা পেয়েছেন ১৩,০১৭ ভোট। নির্দল প্রার্থী আশিস শর্মা পেয়েছেন ২৫,৯১৬ ভোট।
২০১৭ সালে এই কেন্দ্রে জিতেছিলেন বিজেপির অশোক কুমার সিং চন্দেল (Ashok Kumar Singh Chandel)। সমাজবাদী পার্টির ডাঃ মনোজ কুমার প্রজাপতিকে (Dr Manoj Kumar Prajapati) ৪৮,৬৫৫ ভোটে হারিয়েছিলেন তিনি। কিন্তু, ২০২২ সালে দলে প্রার্থী পরিবর্তন, গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই আসনে বিজেপির পরাজয় ঘটেছে। এমনকি, কেন্দ্রের 'অগ্নিপথ প্রকল্প'কে ঘিরে এই এলাকায় যে গণবিক্ষোভ সংঘটিত হয়েছিল, তার প্রভাব পড়েছে নির্বাচনী ফলাফলে।
জানা যাচ্ছে, হামিরপুর বিধানসভা এলাকার ৯২ শতাংশ ভোটার থাকেন গ্রামাঞ্চলে। এই এলাকার অধিকাংশ যুবক সেনাবাহিনীতে যোগদান করে থাকেন। সেই কারণে এই এলাকাটি 'বীর ভূমি' নামে পরিচিত। তবে, সম্প্রতি অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পর এই এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে।
২) সুজনপুর (Sujanpur) আসনে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী রঞ্জিত সিং। মাত্র ৩৯৯ ভোটের ব্যবধানে এই কেন্দ্রে জয়লাভ করেছেন কংগ্রেসের রাজিন্দর রানা। ঘটনাচক্রে, যার (রাজিন্দরের) রাজনৈতিক গুরু হলেন বিজেপি'র প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের বাবা প্রেমকুমার ধুমাল।
প্রসঙ্গত, ২০১৭ সালে সুজনপুর আসনে গুরু-শিষ্যের লড়াই চলে। রাজনৈতিক শিষ্য রাজিন্দরের কাছে মাত্র ১,৯১৯ ভোটে পরাজিত হন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমাল। আর, এই ঘটনার প্রতিশোধ নিতে চাইলেও, ২০২২ সালে এই কেন্দ্রে প্রেমকুমারকে মনোনয়ন দেয়নি বিজেপি। যার, প্রভাব পড়েছে এবারের নির্বাচনী ফলাফলে।
৩) বারসার (Barsar) থেকে জিতেছেন কংগ্রেসের ইন্দর দত্ত লখনপাল। তিনি পেয়েছেন ৩০২৯৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী মায়া শর্মা পেয়েছেন ১৬,৫০৩ ভোট।
৪) নাদৌন (Nadaun)-এ কংগ্রেসের টিকিটে জিতেছেন সুখবিন্দর সিং সুখু। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৩৬,১৪২। বিপরীতে, বিজেপি প্রার্থী বিজয় কুমার পেয়েছেন ৩২,৭৭৯ ভোট।
৫) ভরাঞ্জ (Boranj) থেকে জিতেছেন কংগ্রেসের সুরেশ কুমার। তিনি পেয়েছেন ২৪,৭৭৯ ভোট। বিপরীতে, বিজেপি প্রার্থী ডাক্তার অনিল ধীমান পেয়েছেন ২৪,৭১৯ টি ভোট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন