Timed Out: আশা করি হেলমেটের গুরুত্ব বুঝতে পেরেছেন - অ্যাঞ্জেলো ম্যাথুজ-কে নিয়ে দিল্লি পুলিশের ট্যুইট

People's Reporter: অ্যাঞ্জেলো ম্যাথিউসের ছবি সহ পোস্ট করে লেখা হয়েছে, "দিল্লিবাসী! আমরা আশা করি আপনি এখন 'হেলমেট'-এর গুরুত্ব বুঝতে পেরেছেন।"
'টাইমড আউট'
'টাইমড আউট' ছবি দিল্লি পুলিশের এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

সোমবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজের ‘টাইমড আউট’ নিয়ে শোরগোল এখনও থামেনি। নেটিজেনরাও দ্বিধাবিভক্ত। আর এই বিতর্কের মাঝেই এই ইস্যুকে তুলে ধরে নজরকাড়া এক্স বার্তা (পূর্বতন ট্যুইটার) প্রকাশ করলো দিল্লি পুলিশ।

মঙ্গলবার এক সৃজনশীল এবং ক্রিকেট-অনুপ্রাণিত ট্যুইটে, দিল্লি পুলিশ দু-চাকার গাড়ি চালানোর সময় হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে জাতীয় রাজধানীর নাগরিকদের একটি বন্ধুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

দিল্লি পুলিশের এক্স বার্তা তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের ছবি সহ পোস্ট করে লেখা হয়েছে, "দিল্লিবাসী! আমরা আশা করি আপনি এখন 'হেলমেট'-এর গুরুত্ব বুঝতে পেরেছেন।" "একটি ভাল হেলমেট আপনাকে সময় শেষ হওয়া থেকে রক্ষা করতে পারে।"

সোমবার, দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার আইসিসি বিশ্বকাপ ম্যাচ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটে 'টাইমড আউট' হওয়া প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম তুলেছেন ম্যাথুস।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান শ্রীলঙ্কার প্রথম ইনিংসের মাঝপথে সাদিরা সামারাউইক্রমাকে আউট করার পর, ম্যাথুস মাঠে প্রবেশ করার পর খেয়াল করেন তাঁর হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গেছে। তিনি যখন অন্য হেলমেটের জন্য অপেক্ষা করছিলেন তখন সাকিব-এর আপিল অনুসারে ম্যাথুসকে আউট ঘোষণা করা হয়।

আইসিসি-র নিয়ম ৪০.১.১ অনুসারে, কোনও উইকেট পতনের পর, পরবর্তী ব্যাটারকে, আম্পায়ার কর্তৃক ‘সময়’ না বলা পর্যন্ত, দু’মিনিটের মধ্যে ব্যাট করার জন্য প্রস্তুত থাকতে হবে, অথবা অন্য ব্যাটারকে ব্যাট করার জন্য প্রস্তুত হতে হবে। এই শর্ত পূরণ না হলে, প্রতিপক্ষের আবেদনের ভিত্তিতে ইনকামিং ব্যাটারকে ‘টাইমড আউট’ দেওয়া হবে।

প্রসঙ্গত, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে, মোট ৫০,০২৯ জন ব্যক্তির হেলমেট না পরে দু’চাকার গাড়ি চালানোর কারণে মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৫,৬৯২ জন (৭১.৩ শতাংশ) চালক এবং ১৪,৩৩৭ (২৮.৭ শতাংশ) কোনও দু’চাকার গাড়ির পিছনের আসনের সওয়ারি ছিলেন।

'টাইমড আউট'
Cricket World Cup 2023: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার, বিরল 'টাইমড আউট' হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ
'টাইমড আউট'
Cricket World Cup 2023: ইডেনে টিকিটের কালোবাজারি! BCCI সচিব জয় শাহকে নিশানা অধীর চৌধুরীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in