২০২০ সালে শিশুদের বিরুদ্ধে প্রায় সাড়ে ২৬ হাজার গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে - রাষ্ট্রসংঘের রিপোর্ট

রিপোর্টে বলা হয়েছে, সবথেকে বেশি অপরাধ সংঘটিত হয়েছে শিশুদের নিয়োগ ও তাদের ব‍্যবহারের ক্ষেত্রে। যার সংখ্যা ৮,৫২১টি। এরপর রয়েছে শিশুহত‍্যা ও অঙ্গচ্ছেদের মতো ঘটনা। গতবছর ৮,৪২২টি এই ধরণের ঘটনা ঘটেছিল।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি - সুমিত্রা নন্দন
Published on

২০২০ সালে শিশুদের বিরুদ্ধে প্রায় সাড়ে ২৬ হাজার গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। সোমবার জাতিসংঘের বার্ষিক চিল্ড্রেন অ‍্যান্ড আর্মড কনফ্লিক্ট (CAAC) রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।

Xinhua নিউজ এজেন্সির মতে, ওই রিপোর্টে বলা হয়েছে গত বছর শিশুদের বিরুদ্ধে ২৬,৪২৫টি গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে। এর‌মধ‍্যে ২৩,৯৪৬টি গত বছরই সংঘটিত হয়েছে এবং বাকি ২,৪৭৯টি অপরাধ আগেই ঘটেছে কিন্তু জানা গেছে গত‌বছর।

মোট ১৯,৩৭৯ শিশুর জীবন প্রভাবিত হয়েছে এই অপরাধগুলোর কারণে। এর মধ্যে ১৪,০৯৭ জন ছেলে রয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, সবথেকে বেশি অপরাধ সংঘটিত হয়েছে শিশুদের নিয়োগ ও তাদের ব‍্যবহারের ক্ষেত্রে। যার সংখ্যা ৮,৫২১টি। এরপর রয়েছে শিশুহত‍্যা ও অঙ্গচ্ছেদের মতো ঘটনা। গতবছর ৮,৪২২টি এই ধরণের ঘটনা ঘটেছিল। মানবাধিকার লঙ্ঘন করার ৪,১৫৬ টি ঘটনা ঘটেছে।

জাতিসঙ্ঘ যাদের জঙ্গিগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে সেরকম সশস্ত্র জঙ্গী গোষ্ঠী দ্বারা একাধিক শিশুকে আটক করার কথাও রিপোর্টে উল্লেখ রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, শিশুদের দ্বারা এইসমস্ত জঙ্গিগোষ্ঠীগুলো বিভিন্ন রকম কাজ করায়। এর মধ্যে অপরাধমূলক কাজও রয়েছে।

শিশুদের বিরুদ্ধে সবথেকে বেশি গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে আফগানিস্তান, কঙ্গো, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেনে।

রিপোর্টে বলা হয়েছে, শিশু অপহরণের ঘটনা ৯০ শতাংশ বেড়েছে। যৌন নির্যাতনের ঘটনা বেড়েছে ৭০ শতাংশ। অপহরণের পর ছেলেদের বিভিন্ন কাজে নিয়োগ করা হয় এবং প্রায় একশো শতাংশ মেয়েই যৌন নির্যাতনের শিকার হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, কোভিড মহামারীর কারণে শিশুদের পড়াশোনা, স্বাস্থ্য, সামাজিক পরিষেবা বিঘ্নিত হয়েছে। মহামারীর আর্থ-সামাজিক প্রভাব শিশুদের ওপর গুরুতর অপরাধের ঘটনা বাড়িয়েছে। বিশেষ করে অপহরণ, যৌননির্যাতন ও শিশুদের ব‍্যবহারের ঘটনা কয়েক গুণ বেড়েছে।

- with IANS input

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in