লজ্জার রেকর্ড। বিশ্বের সবচেয়ে বেশি দূষিত দেশগুলির মধ্যে ভারত তৃতীয় স্থানে। এই তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তান। অন্যদিকে, বিশ্বের সবথেকে বেশি দূষিত শহরের তকমা পেল বিহারের বেগুসরাই। বিশ্বের সবচেয়ে বেশি দূষিত রাজধানী দিল্লি। যার ফলে দেশজুড়ে বাড়ছে উদ্বেগ।
সুইস এয়ার কোয়ালিটি মনিটরিং বডি, IQAir সম্প্রতি বায়ুর গুণমাণ সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে। সেই প্রতিবেদন অনুযায়ী, ভারতে পিএম ২.৫-এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর নির্দেশিকার থেকে ১০ গুণ বেশি। বর্তমানে দেশে ৫৪.৪ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে পিএম ২.৫ ঘনত্ব প্রতি ঘনমিটারে। ওই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানে ২.৫-এর ঘনত্ব যথাক্রমে ১৫ ও ১৪ গুণ বেশি রয়েছে।
২০২৩ সালে ওই সংস্থাটি ১৩৪ টি দেশের বায়ুর গুণমান নিয়ে পরীক্ষা চালায়। সেই পরীক্ষায় উঠে আসে দূষিত দেশ হিসাবে তৃতীয় স্থানে রয়েছে ভারত। উল্লেখ্য, ২০২২ সালে ভারত এই তালিকায় ছিল অষ্টম স্থানে।
অন্যদিকে, বিশ্বের শীর্ষ ৫০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে, ৪২টি শহরই ছিল ভারতের। এই তালিকায় শীর্ষে রয়েছে বিহারের বেগুসরাই। এরপর গুয়াহাটি এবং তারপর দিল্লি।
২০২২ সালে বিহারে ১৯.৭ মাইক্রোগ্রাম দূষণকারী কণা ছিল পিএম ২.৫ ঘনত্ব প্রতি ঘনমিটারে। ২০২৩ সালে একলাফে যেটা বৃদ্ধি পেয়ে হয়েছে ১১৮.৯ মাইক্রোগ্রাম। অন্যদিকে, গুয়াহাটিতে ২০২২ সালে ৫১ মাইক্রোগ্রাম দূষণকারী কণা ছিল, যা ২০২৩ –এ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৫.৪ মাইক্রোগ্রাম। রাজধানী দিল্লিতে দূষণকারী কণা ৮৯.১ থেকে বেড়ে ৯২.৭ হয়েছে।
বিশ্বের শীর্ষ ৫০ টি দূষিত শহরের তালিকায় ভারতের অন্যান্য যে শহরগুলি রয়েছে সেগুলি হল - গ্রেটার নয়ডা, মুজাফরনগর, গুরগাঁও, আরাহ, দাদরি, পাটনা, ফরিদাবাদ, নয়ডা, মিরাট, গাজিয়াবাদ এবং রোহতক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন