ভারতে ধনকুবের আরও ৯৪ জন, বেজিং-কে টপকে এশিয়ার বিলিয়ওনেয়ার শহরের তালিকায় শীর্ষে মুম্বই!

People's Reporter: একদিকে যখন ভারতের বিলিয়ওনেয়ারদের সম্পত্তির পরিমাণ বাড়ছে অন্যদিকে চীনে বিলিয়োনেয়ারদের সম্পদের পরিমাণ ২০ শতাংশ কমে হয়েছে ২.৬ ট্রিলিয়ন ডলার।
ভারতের ধনী ব্যক্তি মুকেশ আম্বানি
ভারতের ধনী ব্যক্তি মুকেশ আম্বানিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ভারতের বিলিয়ওনেয়ারদের তালিকায় নতুন করে প্রবেশ করলেন ৯৪ জন। যার জেরে দেশের মোট বিলিয়ওনেয়ারের সংখ্যা বেড়ে হল ২৭১ জন। যাদের মোট সম্পদের পরিমাণ ৫১ শতাংশ বেড়ে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি। দ্বিতীয় স্থানে আছেন গৌতম আদানি। এর ফলে এশিয়ার বিলিয়ওনেয়ার শহরের তালিকায় বেজিং-কে পিছনে ফেললো মুম্বই।

২৬ মার্চ প্রকাশিত হয়েছে হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৪। সেই তালিকাতেই বিলিয়ওনেয়ারদের তথ্য উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিশ্বের প্রথম ১০ জন বিলিওনেয়ারদের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন মুকেশ আম্বানি। আম্বানির মোট সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ১১৫ বিলিয়ন ডলার। ওই তালিকার ১৫ নম্বরে আছেন ভারতের দ্বিতীয় ধনকুবের গৌতম আদানি। তাঁর সম্পত্তির পরিমাণ ৮৬ বিলিয়ন ডলার।

একদিকে যখন ভারতের বিলিয়ওনেয়ারদের সম্পত্তির পরিমাণ বাড়ছে অন্যদিকে চীনে বিলিয়ওনেয়ারদের সম্পদের পরিমাণ ২০ শতাংশ কমে হয়েছে ২.৬ ট্রিলিয়ন ডলার। পাশাপাশি বিলিয়ওনেয়ারদের সংখ্যার নিরিখে বেজিং-কে (৯১ জন) পিছনে ফেলেছে মুম্বই। মুম্বইয়ে মোট ৯২ জন বিলিয়ওনেয়ারের বসবাস। নয়াদিল্লি ৫৭ জন বিলিয়ওনেয়ারকে নিয়ে প্রথম ১০ শহরের মধ্যে জায়গা করে নিয়েছে।

উল্লেখ্য, হুরুন গ্লোবাল রিচ লিস্টে প্রথমেই আছেন এলন মাস্ক। তাঁর সম্পত্তির পরিমাণ ২৩১ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। অ্যামাজন কর্তার মোট সম্পত্তির পরিমাণ ১৮৫ বিলিয়ন ডলার।

ভারতের ধনী ব্যক্তি মুকেশ আম্বানি
17th Lok Sabha: সপ্তদশ লোকসভায় পেশ করার দিনেই পাশ ৪৫ বিল - এডিআর রিপোর্ট
ভারতের ধনী ব্যক্তি মুকেশ আম্বানি
১ শতাংশ ধনীর হাতে ভারতের মোট সম্পত্তির ৪০ শতাংশ! মোদী জমানায় রেকর্ড আর্থিক অসাম্যের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in