বিশ্ব পরিবেশ সংরক্ষণ সূচকে ১৮০ দেশের মধ্যে ১৭৬ নম্বরে ভারত! এগিয়ে ভুটান, বাংলাদেশ, পাকিস্তান

People's Reporter: ভারতের পিছনে রয়েছে মাত্র চারটি দেশ। মাইক্রোনেশিয়া (স্থান - ১৭৭), ইরাক (১৭৮), তুরস্ক (১৭৯) এবং কিরিবাতি (১৮০)। ১০০-র মধ্যে ৬৩.১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছে ভূটান।
বিশ্ব পরিবেশ সংরক্ষণ সূচকে ১৮০ দেশের মধ্যে ১৭৬ নম্বরে ভারত! এগিয়ে ভুটান, বাংলাদেশ, পাকিস্তান
প্রতীকী ছবি
Published on

বিশ্ব পরিবেশ সংরক্ষণ সূচক ২০২৪-এ (Global Nature Conservation Index 2024) ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৭৬ নম্বরে। ভবিষ্যতের জন্য যা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই তালিকায় ১০০ পয়েন্টের মধ্যে ভারতের স্কোর ৪৫.৫।

বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ সংরক্ষণ সূচক প্রকাশিত হয়। ইজরায়েলের বেন-গুরিয়ন ইউনিভার্সিটি অফ নেগেভের গোল্ডম্যান সোনেনফেল্ড স্কুল অফ সাসটেইনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এবং BioDB নামক একটি ওয়েবসাইট দ্বারা এই সূচকটি তৈরি করা হয়েছে।

সেই তালিকায় ভারতের পিছনে রয়েছে মাত্র চারটি দেশ - মাইক্রোনেশিয়া (স্থান - ১৭৭), ইরাক (১৭৮), তুরস্ক (১৭৯) এবং কিরিবাতি (১৮০)। বাংলাদেশ (১৭৩), পাকিস্তান, মায়ানমার, চীনের (১৬৪) মতো প্রতিবেশী দেশগুলির অবস্থান ভারতের থেকে আগে। মূলত চারটি পরিমাপের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। চারটি মাপকাঠি হল ভূমি ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য়ের উপর আসা বিভিন্ন হুমকি, শাসন ও ধারণক্ষমতা এবং ভবিষ্যত পরিকল্পনা।

ভারতের এতটা পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হল জীববৈচিত্র্য়ের উপর ক্রমাগত হুমকি এবং জমি সংরক্ষণের জন্য অব্যবস্থা। দেখা যাচ্ছে ভারতের ৫৩ শতাংশ জমি শহর, শিল্প এবং কৃষির উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ২০০১-২০১৯ সালের মধ্যে ২৩,৩০০ বর্গ কিমি অঞ্চল জুড়ে বনভূমি ধ্বংস করা হয়েছে। যা উদ্বেগজনক। ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণে জীববৈচিত্র্য় ধ্বংস হচ্ছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের স্থলভাগের ৭.৫ শতাংশ সুরক্ষিত হলেও সামুদ্রিক ভাগে সুরক্ষার আরও উন্নতি করতে হবে। জলভাগের জাতীয় সীমা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (EEZ) মাত্র ০.২ শতাংশ সুরক্ষিত রয়েছে।

উল্লেখ্য, এই তালিকায় প্রথম দশে ৭টি ইউরোপের দেশ রয়েছে। শীর্ষে লুক্সেমবার্গ (স্কোর ৭০.৮), দ্বিতীয় এস্টোনিয়া (৭০.৫), তৃতীয় ডেনমার্ক (৬৯.৪), চতুর্থ ফিনল্যান্ড (৬৬.৯), পঞ্চম ইউনাইটেড কিংডম (৬৬.৯), ষষ্ঠ স্থানে রয়েছে আফ্রিকা মহাদেশের জিম্বাবোয়ে (৬৫.৯), সপ্তম স্থানে ওশিয়ানিয়া মহাদেশের অস্ট্রেলিয়া (৬৫.৮), অষ্টম স্থানে সুইজারল্যান্ড (৬৪.৭), নবম স্থানে রোমানিয়া (৬৪.৬) এবং দশম স্থানে কোস্টারিকা (৬৪.৪)। এই তালিকায় এশিয়ার একটি দেশ ভালো অবস্থানে রয়েছে। ১০০-র মধ্যে ৬৩.১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভূটান।

বিশ্ব পরিবেশ সংরক্ষণ সূচকে ১৮০ দেশের মধ্যে ১৭৬ নম্বরে ভারত! এগিয়ে ভুটান, বাংলাদেশ, পাকিস্তান
টাকা দিয়ে সাহায্য করতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে! আম্বানী, আদানির থেকেও ধনী ছিলেন ভারতের এই ব্যবসায়ী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in