Indian Railways: উৎসবের মরসুমে প্রায় ৬০০০ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

People's Reporter: আগের বছর যে সংখ্যাটা ছিল ৪৪২৯ টি। রেল সূত্রে খবর, যাত্রীচাপ কমাতে এবং যাত্রীসাচ্ছন্দ্য বজায় রাখতেই এই উদ্যোগ।
Indian Railways: উৎসবের মরসুমে প্রায় ৬০০০ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের
প্রতীকী ছবি
Published on

গোটা অক্টোবর জুড়েই উৎসবের মরসুম। দুর্গাপুজো, দিওয়ালি, ছট পুজো-সহ একাধিক উৎসব। আর পুজোর মরসুমে দূরপাল্লা ট্রেনগুলিতে চাপ বাড়ে যাত্রীদের। তাই এবার যাত্রীদের কথা মাথায় রেখে প্রায় ৬ হাজার বিশেষ ট্রেন চালানোর কথা জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। যা গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার বেশী।

পুজোর ছুটিতে অনেকেই বাড়ি ফেরেন ভিনরাজ্য থেকে। অন্যদিকে, এই সময় ছুটি কাটাতে অনেকেই ঘুরতে বেরিয়ে পড়েন। যার ফলে চাপ বাড়ে দূরপাল্লা ট্রেনের উপর। সেই চাপ সামলাতেই বাড়তি ট্রেন চালানোর উদ্যোগ রেলের। রেল সূত্রে খবর, এবার ৫৯৭৫টি ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে। আগের বছর যে সংখ্যাটা ছিল ৪৪২৯ টি। যাত্রীচাপ কমাতে এবং যাত্রীসাচ্ছন্দ্য বজায় রাখতেই এই উদ্যোগ।

এবিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানিয়েছেন, বিশেষ ট্রেন চালানো ছাড়াও ১০৮টি ট্রেনে অতিরিক্ত অসংরক্ষিত কামরা জুড়ে দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, পুজোর সময়ে আরও এক কোটি বেশি যাত্রী ট্রেন পরিষেবা পাবেন।

Indian Railways: উৎসবের মরসুমে প্রায় ৬০০০ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের
ইউনেস্কো হেরিটেজ সাইটে জায়গা করে নিয়েছে রাজ্যের তিনটি স্থান, ঐতিহ্যে ঘেরা জায়গায় ঘুরে আসুন এই ছুটিতে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in