Indis's Biodiversity: পরিবেশ রক্ষায় বিশেষ পদক্ষেপ, ৩০ শতাংশ ভূমি সুরক্ষিত করবে ভারত

People's Reporter: যেভাবে কৃষি, শিল্প, নগরায়ন এবং বিভিন্ন প্রজাতির অত্যধিক ব্যবহার বাড়ছে, তার ফলে ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্রের। এই পরিস্থিতিতে জীববৈচিত্র্য রক্ষা করা খুবই জরুরী।
Indis's Biodiversity: পরিবেশ রক্ষায় বিশেষ পদক্ষেপ, ৩০ শতাংশ ভূমি সুরক্ষিত করবে ভারত
ছবি - সংগৃহীত
Published on

২০৩০ সালের মধ্যে ভারতের ৩০ শতাংশ ভূমি, জল ও উপকূলীয় অঞ্চলগুলি সুরক্ষিত করা হবে। জীববৈচিত্র্য-প্রকৃতি-পরিবেশকে রক্ষা করার জন্য এই বিশেষ পদক্ষেপ করল ভারত।

যেভাবে কৃষি, শিল্প, নগরায়ন এবং বিভিন্ন প্রজাতির অত্যধিক ব্যবহার বাড়ছে, তার ফলে ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্রের। এই পরিস্থিতিতে জীববৈচিত্র্য রক্ষা করা খুবই জরুরী। ইতিমধ্যেই জীববৈচিত্র্য রক্ষার জন্য ভারত তিনটি লক্ষ্য নির্ধারণ করেছে।

ভারতের প্রথম লক্ষ্য হল - জীববৈচিত্র্যের জন্য হুমকি হ্রাস করা। এর উপায়গুলির মধ্যে রয়েছে ভূমি এবং সমুদ্রের ব্যবহারে পরিবর্তন, দূষণ নিয়ন্ত্রণ। এছাড়া বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করা, প্রজাতি এবং জিনগত বৈচিত্র্য বজায় রাখা এবং বন্য প্রজাতির সঠিক ব্যবহার নিশ্চিত করা।

দ্বিতীয় লক্ষ্য হল - সঠিক উপায়ে জনগণের চাহিদা মেটানো। যার মধ্যে রয়েছে, কৃষক, পশুপালক, জেলে, উপজাতীয় মানুষ এবং বনবাসী-সহ গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের দিকে নজর দেওয়া। শহরে আরও সবুজ বাড়ানোর। এছাড়া দেশের জীববৈচিত্র্যের সুবিধার ন্যায্য ভাগাভাগি।

আর ভারতের তৃতীয় লক্ষ্যই হল জীববৈচিত্র্য রক্ষার্থে ৩০ শতাংশ এলাকা সুরক্ষিত করা। প্রকৃতিকে রক্ষায় স্থানীয় সম্পদকে ফুরিয়ে যাওয়ার হাত থেকে বাঁচানো।

উল্লেখ্য, কলম্বিয়ায় রাষ্ট্রসংঘের জীববৈচিত্র্য সম্মেলনে প্রকাশ করা হয়েছে নতুন ন্যাশনাল বায়োডাইভারসিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। কুনমিং-মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্কের (কেএম-জিবিএফ) সঙ্গে তাল মিলিয়ে এই প্ল্যান প্রকৃতির রক্ষার্থে ২৩টি বিশ্বব্যাপী লক্ষ্যের কথা বলে। যার একটি প্রধান লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্তত ৩০ শতাংশ ভূমি এবং সমুদ্র এলাকা সংরক্ষণ করা। যাতে বিশুদ্ধ জল এবং দূষণমুক্ত বাতাসের মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে কোনও ঘাটতি না আসে।

জীববৈচিত্র্যে ভারতের জুড়ি মেলা ভার। সর্বাধিক জীববৈচিত্র্য আছে এমন ১৭টি দেশের মধ্যে একটি হল ভারত। পৃথিবীর পরিচিত প্রজাতির ৭-৮ শতাংশের আবাসস্থল ভারত। পাশাপাশি গ্রহের ২.৪ শতাংশ ভূমি জুড়ে অবস্থান করছে।

ন্যাশনাল বায়োডাইভারসিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান অনুসারে, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ভারত জীববৈচিত্র্য রক্ষা ও পুনরুদ্ধারের জন্য প্রায় ৩২,২০০ কোটি টাকা খরচ করা হয়েছে৷ ২০২৯-২০৩০ সাল পর্যন্ত জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতি বছরে প্রায় ৮১,৬৬৪.৮৮ কোটি টাকা খরচ হতে পারে৷

Indis's Biodiversity: পরিবেশ রক্ষায় বিশেষ পদক্ষেপ, ৩০ শতাংশ ভূমি সুরক্ষিত করবে ভারত
Pollution: দেশের মধ্যে দূষিত শহরের তালিকায় দিল্লির পরেই পাটনা ও লখনউ, কলকাতার ছবি কেমন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in