কোপ মধ্যবিত্তের সঞ্চয়ে, এক ধাক্কায় সুদের হার কমলো স্বল্প সঞ্চয়, PPF-এ, রেহাই নেই সিনিয়র সিটিজেনদেরও

কোপ মধ্যবিত্তের সঞ্চয়ে, এক ধাক্কায় সুদের হার কমলো স্বল্প সঞ্চয়, PPF-এ, রেহাই নেই সিনিয়র সিটিজেনদেরও
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

স্বল্প সঞ্চয় প্রকল্পে লগ্নীকারীদের জন্য দুঃসংবাদ। বুধবার এক ধাক্কায় স্বল্প সঞ্চয়ে সুদের হার অনেকটাই কমিয়ে দিলো কেন্দ্রীয় সরকার। যার ফলে বিনিয়োগকারীরা এখন থেকে আগামী ৩ মাস অনেকটাই কম সুদ পাবেন। একই সঙ্গে সুদের হার কমানো হয়েছে পাবলিক প্রভিডেন্ড ফান্ড বা পিপিএফ-এও। শেষ ১ বছরে এই নিয়ে দ্বিতীয় বার কমানো হল সুদের হার।

বুধবার ৩১ মার্চ কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী সেভিংস ডিপোজিটে যেখানে বছরে ৪ শতাংশ সুদ পাওয়া যেত তা কমে হচ্ছে ৩.৫ শতাংশ।

১ বছরের ডিপোজিটের ত্রৈমাসিকে সুদের হার ছিলো ৫.৫ শতাংশ। যা কমে হচ্ছে ৪.৪ শতাংশ।

২ বছরের ডিপোজিটের ত্রৈমাসিকে সুদের হার ছিলো ৫.৫ শতাংশ। যা কমে হচ্ছে ৫ শতাংশ।

৩ বছরের ডিপোজিটের ত্রৈমাসিকে সুদের হার ছিলো ৫.৫ শতাংশ। যা কমে হচ্ছে ৫.১ শতাংশ।

৫ বছরের ডিপোজিটের ত্রৈমাসিকে সুদের হার ছিলো ৬.৭ শতাংশ। যা কমে হচ্ছে ৫.৮ শতাংশ।

৫ বছরের রেকারিং ডিপোজিটের ত্রৈমাসিকে সুদের হার ছিলো ৫.৮ শতাংশ। যা কমে হচ্ছে ৫.৩ শতাংশ।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কীমে সুদের হার ছিলো ত্রৈমাসিকে ৭.৪ শতাংশ। যা কমে হচ্ছে ৬.৫ শতাংশ।

মান্থলি ইনকাম স্কীমে সুদের হার ছিলো ৬.৬ শতাংশ। যা কমে হচ্ছে ৫.৭ শতাংশ।

এন এস সি তে বার্ষিক সুদের হার ছিলো ৬.৮ শতাংশ। যা কমে হচ্ছে ৫.৯ শতাংশ।

পিপিএফ-এ বার্ষিক সুদের হার ছিলো ৭.১ শতাংশ। যা কমে হচ্ছে ৬.৪ শতাংশ।

কিষাণ বিকাশ পত্রে বাৎসরিক সুদের হার ছিলো ৬.৯ শতাংশ (১২৪ মাস)। যা কমে হচ্ছে ৬.২ শতাংশ এবং মেয়াদ বেড়ে ১৩৮ মাস।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ছিলো বাৎসরিক ৭.৬ শতাংশ। যা কমে হচ্ছে ৬.৯ শতাংশ।

ছবি সংগৃহীত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in