ট্যুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডরোসির চাঞ্চল্যকর সাক্ষাৎকার নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের ওপর চাপ বাড়ালো কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইটারের সিইও-র সাক্ষাৎকার প্রসঙ্গে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলা হয়েছে।
ট্যুইটারের প্রাক্তন সিইও-কে ওই সাক্ষাৎকারের সময় তাঁকে প্রশ্ন করা হয় – তিনি কোনো বিদেশি সরকারের কাছ থেকে কোনোরকম চাপের সম্মুখীন হয়েছিলেন কিনা। এই প্রশ্নের উত্তরে জ্যাক ডরোসি জানান, উদাহরণ হিসেবে ভারতের কথা বলা যায়। ভারত থেকে কৃষক আন্দোলনের সময় ভারত সরকার অনেক ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বলেছিল। যারা সরকারের সমালোচনা করছে সেরকম বেশকিছু সাংবাদিকদের ট্যুইটার হ্যান্ডেল বন্ধ করতে বলা হয়েছিল। ডরোসি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয় ভারতে ট্যুইটার বন্ধ করে দেওয়া হবে, ট্যুইটারের কর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হবে।
ডরোসির সাক্ষাৎকারের প্রসঙ্গ উল্লেখ করে মঙ্গলবার এক ট্যুইট বার্তায় কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা জানান, “মোদী সরকার কৃষক এবং কৃষক আন্দোলন সংক্রান্ত হ্যান্ডেল বন্ধ করার জন্য ট্যুইটারের ওপর চাপ সৃষ্টি করেছিল, যেসব সাংবাদিক সরকারের সমালোচনা করেন তাঁদের হ্যান্ডেল বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করেছিল এবং বলা হয়েছিল না হলে ট্যুইটার এবং তাদের কর্মীদের ওপর তল্লাশি অভিযান চালানো হবে। এসবই ট্যুইটারের সহ প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও জ্যাক ডরোসি এক টিভি সাক্ষাৎকারে স্বীকার করেছেন। মোদী সরকার কি কোনো উত্তর দেবে?”
এদিনই কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI)-এর সভাপতি নীরজ কুন্দন এক ট্যুইটা বার্তায় বলেন, “বিজেপি গণতন্ত্রের হত্যাকারী, এটা বারবার প্রমাণিত হচ্ছে। ট্যুইটারের প্রাক্তন সিইও, জ্যাক ডরোসি জানিয়েছেন, কৃষক আন্দোলনের সময় ভারত সরকারের পক্ষ থেকে ট্যুইটারের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল এবং বলা হয়েছিল যদি না সরকারের নির্দেশ না মানা হয় তাহলে ট্যুইটার বন্ধ করে দেওয়া হবে, কর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হবে।”
একই সুরে আক্রমণ শানিয়েছে যুব কংগ্রেস। যুব কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল থেকে ইউটিউব চ্যানেল ব্রেকিং পয়েন্টস-কে দেওয়া ট্যুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডরোসি-র এই সাক্ষাৎকার শেয়ার করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন