জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন বদলে উচ্চ মাধ্যমিক নিয়ে বাড়লো ধোঁয়াশা, ফের হেরফের হবে সূচি?

অন্যদিকে ১২ এপ্রিল রাজ্যে উপনির্বাচন রয়েছে। আর উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে ১১ ও ১৩ তারিখ। সে দিক থেকেও সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে।
উচ্চ মাধ্যমিক নিয়ে বাড়লো ধোঁয়াশা
উচ্চ মাধ্যমিক নিয়ে বাড়লো ধোঁয়াশাছবি প্রতীকী
Published on

বদল হল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময় সূচি। ১৬ এপ্রিলের পরিবর্তে এবার জেইই মেন শুরু হবে ২১ এপ্রিল থেকে। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আর তাতেই ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বাড়ল ধোঁয়াশা। উল্লেখ্য, রাজ্যের সঙ্গে আলোচনা না করে এর আগেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যার ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে উচ্চমাধ্যমিক পরীক্ষা সূচিতে বদল আনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু ফের জেইই মেন পরীক্ষার সূচিতে বদল আনায় কিছুটা বিপাকে বাংলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।

তবে পরীক্ষার দিনক্ষণ বদলের ক্ষেত্রে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে ব্যাখ্যায় জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সময় বিভিন্ন বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই বোর্ড পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সূচিতে সংঘাত ঘটছে। তাই ছাত্রছাত্রীরা পরীক্ষা পিছনোর অনুরোধ জানিয়েছিলেন। তাঁদের আবেদনে সাড়া দিয়ে সময়সূচি বদলে ফেলা হয়েছে।

তবে এই দিন বদল রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রভাব ফেলতে পারে। কারণ ২৫ এপ্রিল তারিখের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও আছে। তাই দুটো পরীক্ষা একই দিনে দেওয়া সম্ভব নয়। সে কারণে আশঙ্কা করা হচ্ছে ফের উচ্চ মাধ্যমিক সূচিতে বদল আসতে পারে।

প্রসঙ্গত, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এবং ২১ এপ্রিল জেইই মেন পরীক্ষা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু নতুন সূচি অনুসারে জয়েন্ট এন্ট্রান্স হবে ২১, ২৪, ২৫ ও ২৯ এপ্রিল এবং ১ মে ও ৪ মে। সূচি সংঘাতের কারণে ১৩, ১৬, ১৮ ও ২০ এপ্রিলের পরীক্ষাগুলি দিন পরিবর্তন করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু এবার ফের জয়েন্ট এন্ট্রান্সের দিন বদলে যাওয়ায় ২৫ তারিখ নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। ২০ এপ্রিলের বদলে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২৬ এপ্রিল শেষ হওয়ার কথা জানিয়েছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য।

অন্যদিকে ১২ এপ্রিল রাজ্যে উপনির্বাচন রয়েছে। আর উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে ১১ ও ১৩ তারিখ। সে দিক থেকেও সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে।

উচ্চ মাধ্যমিক নিয়ে বাড়লো ধোঁয়াশা
NEET না দিয়েও ভর্তি হওয়া যাবে মেডিক্যালে, ঐতিহাসিক বিল পাশ তামিলনাড়ু বিধানসভায়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in