কেন্দ্রীয় সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ না করা নিয়ে কেন্দ্রর প্রতি আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কেন্দ্রের বিজেপি সরকারকে তিনি দলিত বিরোধী, আদিবাসী বিরোধী বলেও মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে খাড়গে বলেন, তিনি সামান্য কিছু নিয়োগপত্র দিয়ে দেশের বেকার যুবকদের চোখে ধুলো দিচ্ছেন।
মঙ্গলবার নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এক ট্যুইট বার্তায় কংগ্রেস সভাপতি বলেন, মোদী সরকারের প্রধান কাজ সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ না করা। ২০১৪ সালের সঙ্গে তুলনা করলে বর্তমানে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এই মুহূর্তে বিভিন্ন সরকারি দপ্তরে ৩০ লক্ষের বেশি শূন্যপদ আছে।
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে খাড়গে বলেন, কেন্দ্রের অসংবেদনশীল মোদী সরকার দলিত বিরোধী, আদিবাসী বিরোধী, পিছিয়ে পড়া মানুষের বিরোধী এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের বিরোধী। সেই কারণেই সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ করা হচ্ছে না। মাত্র কয়েক হাজার নিয়োগপত্র দিয়ে প্রধানমন্ত্রী মোদী দেশের বেকার যুবকদের চোখে ধুলো দিচ্ছেন।
কংগ্রেস সভাপতির আগে প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, বিভিন্ন পিএসইউ-তে দু’লক্ষের বেশি শূন্যপদ পড়ে আছে। কিন্তু নিজেদের কিছু পুঁজিপতি বন্ধুদের স্বার্থ দেখতে গিয়ে কেন্দ্রের মোদী সরকার দেশের যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। প্রত্যেক যুবকই স্বপ্ন দেখে সরকারি দপ্তরে নিয়োগ পাবার।
যদিও কংগ্রেসের পক্ষ থেকে আনা এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন