নিজের ফেসবুক পোষ্টে কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বুলডগের ছবি পোস্ট করলেন প্রবীণ বিজেপি নেতা, ঘোষিত দক্ষিণপন্থী প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সোমবার সন্ধ্যেয় এই পোষ্ট করার পরেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়, যে পোষ্টকে অত্যন্ত নিম্নরুচির বলেই মনে করছেন ফেসবুক ব্যবহারকারীরা।
এদিন তথাগত যে ছবি পোষ্ট করেছেন তার একদিকে আছে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং অন্যদিকে আছে প্রখ্যাত এক মোবাইল সংস্থার বিজ্ঞাপনে ব্যবহৃত একটি কুকুরের ছবি। ওই পোষ্টে প্রবীণ বিজেপি নেতা কী বলতে চেয়েছেন তা খুব স্পষ্ট। স্বাভাবিকভাবেই তাঁর রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন বহু নেটনাগরিক।
তথাগতর পোষ্টে অদ্রিজা রাহা লিখেছেন, ‘আপনার মতো ভাঁড় দুটো দেখিনি, মোদীকে নিয়েও এরকম দু একটা বানান’।
শঙ্কর চ্যাটার্জি লিখেছেন, ‘অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। শিক্ষা যে সব কিছু নয় তার প্রমাণ।’
অভিজিত ঘোষ লিখেছেন, মতবিরোধ থাকতেই পারে, কিন্তু ওপেন ফোরামে এইধরনের কাজ মেনে নেওয়া যায় না। আপনি আবার ভেবে দেখুন।
আশুতোষ বিশ্বাস লিখেছেন, ‘এই পোস্টটা যিনি করেছেন, তাঁর ভীষণ নিচুস্তরের রাজনৈতিক ও মানসিক ভাবনার কথা ভেবে ও ব্যাঙ্গ করার ছবিটা দেখে নিজেরই মনটা খারাপ হয়ে যায়। এতেই বোঝা যাচ্ছে পশ্চিমবাংলার রাজনীতি আজ কোন পর্যায়ে নেমেছে! যদিও আমরা বা আমি রাজনীতির 'র' ও বুঝিনা বা করিনা। কিন্তু কেন্দ্রীয় এক নেতার সাথে বুল ডগের ব্যাঙ্গ চিত্র আশা করিনা।’
বিশ্বজিৎ অধিকারী লিখেছেন, ‘এই ভদ্রলোকের বিরুদ্ধে আমরা অনেকেই আছি কিন্তু তথাগত বাবুর মতো একজন শিক্ষিত রুচিশীল লোক এইধরনের উদাহরণ দিয়ে নিজেকে অনেক নিচে নামালেন এবং বিরোধীদের কাছে নিজেকে ও দলকে হাস্যস্পদ করে তুললেন।’
পিনাকী চক্রবর্তী লিখেছেন, ‘নিন্দা, পরনিন্দা, পরচর্চা, কুৎসিৎ আক্রমণ না করে, বাংলার বেকার যুবক যুবতীর জন্য কর্মসংস্থান, দুর্নীতিহীন সরকারি চাকরির ব্যবস্থা, গরীবের সুরক্ষা সুনিশ্চিতের লড়াইয়ের মতন পরিস্থিতি উপযোগী রাজনীতি করবার পরামর্শ দলকে দিন৷ আপনার এবং দলের উপকার হবে, বাংলারও কাজে লাগবে৷
প্রসঙ্গত ঘন্টা দুয়েক আগের এই পোষ্টে এখনও পর্যন্ত ২৮০০ মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। ১ হাজার জন মন্তব্য করেছেন এবং এই পোষ্ট এখনও পর্যন্ত শেয়ার হয়েছে ৪৪২টি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন