ADR Report: প্রথম দফার লোকসভা ভোটে সবথেকে ধনী প্রার্থী কমল নাথের ছেলে নকুল, জানেন কত সম্পত্তি?

People's Reporter: প্রার্থীদের জমা দেওয়া হলফনামা নিয়ে সমীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে এডিআর। শীর্ষ ১০ ধনীর মধ্যে ৪ জন বিজেপির এবং তিনজন কংগ্রেসের।
নকুল নাথ ও কমল নাথ
নকুল নাথ ও কমল নাথ ছবি - সংগৃহীত
Published on

১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। তার আগে বেসরকারি অলাভজনক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা দেশের শীর্ষ দশজন ধনী প্রার্থীর নাম ঘোষণা করেছে। এডিআর প্রকাশিত তথ্য অনুযায়ী, এই তালিকায় শীর্ষে রয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের পুত্র নকুল নাথ। শীর্ষ ১০ ধনীর মধ্যে ৪ জন বিজেপির এবং তিনজন কংগ্রেসের।

প্রার্থীদের জমা দেওয়া হলফনামা নিয়ে সমীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে এডিআর। জানা গেছে নকুল নাথের মোট সম্পত্তির পরিমাণ ৭১৭ কোটি টাকা। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নকুল নাথ, এই কেন্দ্রেরই বিদায়ী সাংসদ তিনি।

  • এই তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে AIADMK –এর অশোক কুমার। যিনি তামিলনাড়ুর ইরোড থেকে প্রার্থী হয়েছেন। অশোক কুমারের মোট সম্পত্তির পরিমাণ ৬৬২ কোটি টাকা।

  • তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দেবনাথন যাদব টি। তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩০৪ কোটি টাকা।

  • ২০৬ কোটির বেশি সম্পত্তি নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে আছেন উত্তরাখণ্ডের তেহরি গরহওয়াল কেন্দ্রের বিজেপি প্রার্থী মালা রাজ্য লক্ষ্মী শাহ।

  • পঞ্চম ধনী প্রার্থী বিএসপি-র মজিদ আলি। তিনি উত্তরপ্রদেশের শাহরানপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর মোট সম্পত্তি ১৫৯ কোটি টাকার বেশি।

  • তামিলনাড়ুর ভেলোরের বিজেপি প্রার্থী শানমুগামের মোট সম্পত্তি প্রায় ১৫৩ কোটি টাকা। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি।

  • সপ্তম স্থানেও রয়েছে তামিলনাড়ুর প্রার্থী। কৃষ্ণগিরির এআইএডিএমকে প্রার্থী জয়প্রকাশের মোট সম্পত্তি প্রায় ১৩৬ কোটি টাকা।

  • প্রায় ১২৬ কোটি সম্পত্তি নিয়ে তালিকায় অষ্টম স্থানে আছেন শিলং কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভিন্সেন্ট এইচ পালা।

  • রাজস্থানের নাগৌর কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতি মির্ধা রয়েছেন নবম স্থানে। তাঁর মোট সম্পত্তি ১০২ কোটি টাকার বেশি।

  • দশম স্থানে আছেন কার্তি চিদাম্বরম। তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়ছেন তিনি। তাঁর মোট সম্পত্তি ৯৬ কোটি টাকা।

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। দেশজুড়ে সাত দফায় নির্বাচন চলবে ১ জুন পর্যন্ত। ৪ জুন ভোট গণনা।

নকুল নাথ ও কমল নাথ
Lok Sabha Polls 24: পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে কোটিপতি প্রার্থী ১০, তালিকায় বামেদের ২
নকুল নাথ ও কমল নাথ
ADR Report: প্রথম দফার ভোটে ২৫২ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা - তালিকায় শীর্ষে বিজেপি
নকুল নাথ ও কমল নাথ
CPIM: কংগ্রেসের পর CPIM-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আয়কর দফতরের নোটিশ! কমিশনকে কড়া ভাষায় চিঠি ইয়েচুরির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in